Purulia News|| পুরুলিয়ার রাস মেলার ঐতিহ্যবাহী ইতিহাস, জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rash Mela: পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী রাস উৎসবে পিছনে রয়েছে এক ইতিহাস। রাজ্যের বিভিন্ন জায়গায় রাস পূর্ণিমার তিথিতেই রাস উৎসবের সূচনা হয়ে থাকে। শুধুমাত্র পুরুলিয়া শহরে রাস উৎসবের সূচনা হয় রাস পূর্ণিমার ৫ দিন পরে।
#পুরুলিয়া: সনাতন ধর্ম মতে শ্রীকৃষ্ণের ব্রজলীরার ভাবধারাকে অনুকরণ করে বৈষ্ণবীয় একটি ধর্মীয় অনুষ্ঠানই হল রাস উৎসব। মানব জীবনের সাথে পরমাত্মার মিলনই হল রাস উৎসবের মূল উদ্দেশ্য। রাজ্য-সহ ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাস উৎসবে মেতে ওঠে বাঙালি থেকে অবাঙালি সকলেই। পুরুলিয়া জেলাতেও মহাসমারোহে পালিত হয় রাস উৎসব।
তবে পুরুলিয়া শহরে রাস উৎসবে রয়েছে এক ভিন্ন বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাস উৎসবে আয়োজিত রাস মেলা শুরু হয় রাস উৎসবের দিন থেকে, পুরুলিয়া জেলার অন্যান্য জায়গাতেও একইভাবে রাস উৎসব ও মেলা শুরু কিন্তু পুরুলিয়া পুরসভা এলাকার ২০ নম্বর ওয়ার্ডের রাসমেলা ময়দানে রাস উৎসবের সূচনা হয় রাস পূর্ণিমার পাঁচ দিন পর থেকে।
advertisement
আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্মী বর্তমানে শীতবস্ত্র বিক্রেতা! কোথায় পাবেন তাঁকে?
দীর্ঘ ৭৬ বছর ধরে এই ঐতিহ্যবাহী রাস উৎসব পালন করে চলেছে তাঁরা। নাম সংকীর্তন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজারচণার মধ্যে দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। প্রায় ২২ দিন ধরে রাস মেলা চলে এখানে। এ বছর ১৩ নভেম্বর থেকে রাস উৎসবের সূচনা হয়েছে পুরুলিয়া রাস মেলা ময়দানে। বৃহস্পতিবার পঞ্চম দিনেও মেলা প্রাঙ্গণে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্দিরে ভক্তদের দেখা যায় নাচে গানে মেতে উঠতে। দীর্ঘ ২ বছর করোনা আবহে লোকসমাগম কম হলেও আবারো চেনা ছন্দে মানুষ ফিরছে বলে জানান মেলা কমিটির সেক্রেটারি অজিত ধীবর। এরই পাশাপাশি এই মেলার ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি।
advertisement
advertisement
করোনা কাল কাটিয়ে আবারও মেলা আনন্দে উপভোগ করছেন বলে জানান মেলায় আশায় এক দর্শনার্থী। মেলায় আসা এক ব্যবসায়ী জানান, তিনি প্রতিবছরই মুর্শিদাবাদ থেকে এই মেলায় আসেন। এ বছর মানুষের সমাগম ধীরে, ধীরে হচ্ছে বলে জানান তিনি। আগামী দিনে মুনাফা লাভ করবেন বলে আশা রাখছেন তিনি। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস উৎসব।
advertisement
হিন্দু শাস্ত্র অনুযায়ী, কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার গোপিনীদের সঙ্গে লীলা মেতে ওঠেন। তাই রাস পূর্ণিমা তিথিতেই পালিত হয় রাসলীলা। এই রাসলীলা হল একপ্রকার বিশেষ নৃত্য, যা শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ও গোপীবৃন্দের সঙ্গে করেছিলেন। রাস একপ্রকার দৈবিক নৃত্য। তাই রাস উৎসবের আনন্দে কৃষ্ণ ভক্তরা নাচে গানে মেতে উঠেন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
First Published :
Nov 18, 2022 5:53 PM IST







