Purulia News: পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে নেতাজির জন্মদিন পালন

Last Updated:

পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ছাত্রদের মার্চ পাস্টের মধ্য দিয়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিন

পুরুলিয়া: দীর্ঘদিন ধরে স্বাধীনতা আন্দোলন চললেও ইংরেজদের রণাঙ্গনে পরাজিত করে ভারত মাতাকে শোষণ মুক্ত করার স্বপ্ন প্রথম সুভাষচন্দ্র বসু‌ই দেখেছিলেন। বাঙালির এই কৃতি সন্তান শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে স্মরণীয়। এদেশের যুব সমাজের কাছে তিনি অনুপ্রেরণা। সেই মহামানবের আজ ১২৬ তম জন্মদিন। দেশজুড়ে মহাসমারোহে দিনটি পালিত হচ্ছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনেও সোমবার পালিত হল নেতাজির জন্মদিন।
মানভূম পুরুলিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক ছিল সুভাষের। এখানের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে নেতাজির স্মৃতি। পুরুলিয়া শহরের নীলকণ্ঠ নিবাসে রাত্রিযাপনা করেছিলেন তিনি।
advertisement
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে সোমবার সকালে কুচকাওয়াজের মধ্যে দিয়ে শুরু হয় নেতাজির জন্মদিন উদযাপন অনুষ্ঠান। মিশনের ছাত্ররা মার্চপাস্ট করে মিশন প্রাঙ্গন পরিক্রম করে। এরপর পতাকা তোলা হয়। এদিন রামকৃষ্ণ মিশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি পালন করার পাশাপাশি স্বামী ব্রহ্মানন্দজীর তিথি পুজো আয়োজিত হয়। সমগ্র অনুষ্ঠান ঘিরে ছাত্রদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। আজ‌ও বাঙালি, ভারতবাসী সুভাষচন্দ্র বসুকে তাঁদের স্বাধীনতার লড়াইয়ের প্রধান সেনাপতি মনে করে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে নেতাজির জন্মদিন পালন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement