Purulia Offbeat Tourism|| পুরুলিয়ার অযোধ্যায় শুধুই কি পাহাড়? এই ২ জায়গায় ঘুরুন, আপনি মুগ্ধ হতে বাধ্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Purulia Offbeat Tourism: অযোধ্যা পাহাড় বেড়াতে আসছেন? কি ভাবছেন শুধুই কি রয়েছে পাহাড়? না পাহাড়ের পাশাপাশি রয়েছে আরও অনেক কিছু। মিস করবেন না এই দুটি জায়গা!
#পুরুলিয়া: পুরুলিয়া অযোধ্যা মানে শুধুই কি পাহাড়? পাহাড়ের পাশাপাশি রয়েছে আরও অনেক কিছু। অযোধ্যা পাহাড়কে ঘিরে রয়েছে সুবর্ণরেখা-কংসাবতী-দ্বারকেশ্বর এবং তাদেরকে কেন্দ্র করে তৈরি হয়েছে বেশ কয়েকটি বাঁধ। যার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।
দার্জিলিং, সুন্দরবন, দিঘা-মন্দারমনির মতো পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন তালিকায় জায়গা করে নিয়েছে পুরুলিয়া। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত দুটি ড্যাম, আপার ড্যাম ও লোয়ার ড্যাম। একাধারে ঘন অরণ্য অন্যদিকে প্রস্তর বাঁধ মাঝখান দিয়ে চলে গেছে সুবিস্তীর্ণ রাস্তা। যার সৌন্দর্য চাক্ষুষ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। অযোধ্যার হিল টপ যাওয়ার রাস্তাতেই পড়বে এই দুটি ড্যাম। পিকনিক করার জন্য একেবারে উপযুক্ত এই জায়গা দুটি।
advertisement
আরও পড়ুনঃ নিউটাউনে হচ্ছে মিনি চিড়িয়াখানা, একে একে আসছে নয়া অতিথি, বাড়ছে আগ্রহ
আপার ড্যামের বিশেষত্ব হল এই ড্যামে জল সঞ্চয় করে রাখা হয় এবং পরবর্তীকালে সেই জলে টারবাইন চালিয়ে বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত করা হয়। এই জল পরবর্তীতে পৌঁছে যায় লোহার ড্যামে। আপার ড্যামে ফটো তোলার ওপর রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। পাশাপাশি ভৌগোলিক দিক থেকেও এই ড্যাম খুবই গুরুত্বপূর্ণ। এই ড্যামের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকেরা। শীত মানেই পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ায়।
advertisement
advertisement
ডিসেম্বরের শেষ লগ্নে পর্যটকদের উপচে পড়া ভিড় অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ের সৌন্দর্যে মনমুগ্ধ হয়েছে পর্যটকদের পাশাপাশি তারা উপভোগ করছে আপার ড্যাম ও লোয়ার ড্যামের অপরূপ সৌন্দর্য। তাই পুরুলিয়া বেড়াতে আসলে পর্যটকরা পাহাড়ের পাশাপাশি দেখতে পাবে জলরাশির মন মুগ্ধকর দৃশ্য।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
First Published :
December 30, 2022 11:37 AM IST