Purulia News: পুরুলিয়ার প্রাচীন জৈন মন্দির থেকে চুরি হল অমূল্য প্রত্নতাত্ত্বিক মূর্তি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Purulia News: পুরুলিয়ার প্রত্নতাক্তিক নিদর্শন নিয়ে চিন্তিত প্রত্ন গবেষকরা, কি বলছেন তারা শুনুন!
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : শিল্প সংস্কৃতিতে পরিপূর্ণ পুরুলিয়া জেলা। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন । পুরুলিয়া জেলার বহু পুরনো মন্দিরে ঐতিহাসিক নানা নিদর্শন এর দেখা মেলে । এমন একটি মন্দির হল পুরুলিয়া পিড়রা পঞ্চায়েতের আনাই গ্রামে অবস্থিত জৈন মন্দির । বহু মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে আসেন। শুক্রবার ভোররাতে হঠাৎই এই মন্দিরে চুরির ঘটনা ঘটে। ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেবায়েতের দাবি, শুক্রবার ভোররাতে তিনি উঠে দেখেন গেটের তালা ভাঙা। অভিযোগ, মন্দিরে সংরক্ষিত আদিনাথের মূর্তিটি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা । অপর একটি মূর্তিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি চুরি গিয়েছে দানবাক্স ও বহু মূল্যবান সামগ্রী। মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরুলিয়া মফস্বল থানায়। মন্দির কমিটির সদস্যদের দাবি , হঠাৎই চুরির ঘটনার কথা জানতে পারা যায়। বহু মূল্যবান মূর্তি চুরি গিয়েছে । পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে ।
advertisement
advertisement
কীভাবে চুরি হল, কিছুই বোঝা যাচ্ছে না। এ বিষয়ে প্রত্ন গবেষক দয়াময় রায় বলেন, ‘‘ পুরুলিয়া জেলায় বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক বহু মূল্যের মূর্তি ও নিদর্শন ছড়িয়ে রয়েছে। এই দুর্মূল্য মূর্তি যেভাবে আনাই জামবাদে চুরি হল তা সত্যিই দুঃখজনক। প্রশাসনের কাছে আবেদন, অতি সত্বর মূর্তি উদ্ধার করার ব্যবস্থা করা হোক। পুরুলিয়া জেলায় প্রত্নতাত্ত্বিক বহু নিদর্শন সরকারিভাবে সংরক্ষিত করা হলেও আজও খোলা আকাশের নীচেই পড়ে রয়েছে অনেক অমূল্য সামগ্রী। জনবসতিতে পরিপূর্ণ আনাই গ্রামের জৈন মন্দিরে দুর্মূল্য মূর্তি চুরি হওয়ার পর অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির নিরাপত্তা কতখানি রয়েছে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।’’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 8:50 PM IST