Purulia News: ৬ মাস ধরে অচল হয়ে পড়ে জলের পাম্প, গরম পড়তেই নাভিশ্বাস উঠেছে পুরুলিয়ার গ্রামে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পানীয় জলের এই পাম্পটি সৌর বিদ্যুৎ চালিত। গ্রামবাসীরা জানিয়েছেন এই পাম্পটি বসানোর পর প্রথম দিকে সৌর শক্রির সাহায্যে বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু মাস ছয় আগে সেটি খারাপ হয়ে যায়। এর ফলে গ্রামে দেখা দিয়েছে জলকষ্ট।
পুরুলিয়া: গ্রীষ্মকালে পুরুলিয়ার জল সঙ্কট ভয়াবহ আকার ধারণ করে। এখনও গ্রীষ্মকাল আসতে বেশ কিছুটা বাকি। কিন্তু এরই মধ্যে যথেষ্ট গরম পড়তে শুরু করেছেন। আর তাতেই পুরুলিয়ার নানান প্রান্তে জলকষ্ট দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে ভয়াবহ অবস্থা সেরেংডির বারুডি গ্রামের। গত ৬ মাস ধরে এখানে খারাপ হয়ে পড়ে আছে পানীয় জলের পাম্প। দ্রুত সেই পাম্প না সারালে গ্রীষ্মকালে গোটা গ্রাম জলশূন্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা।
পানীয় জলের এই পাম্পটি সৌর বিদ্যুৎ চালিত। গ্রামবাসীরা জানিয়েছেন এই পাম্পটি বসানোর পর প্রথম দিকে সৌর শক্রির সাহায্যে বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু মাস ছয় আগে সেটি খারাপ হয়ে যায়। এর ফলে গ্রামে দেখা দিয়েছে জলকষ্ট। মাঝে শীতকাল থাকায় তাও পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গরম পড়তে শুরু করায় জলের কষ্ট বেড়েছে।
advertisement
advertisement
এই অবস্থায় পানীয় জলের জন্য বহু দূরে যেতে হচ্ছে বারুডির বাসিন্দাদের। একটু পানীয় জলের জন্য কার্যত তাঁদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। অভিযোগ এই পাম্প সারানোর বিষয়ে বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বেনীমাধব পরামানিক বলেন, বিষয়টা সত্যিই দুঃখজনক। দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা করে পানীয় জলের পাম্পটি সারানো হবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 9:22 PM IST