Purulia News: পুরুলিয়ার জন্ম দিবস পালন লোক সেবক সংঘের

Last Updated:

পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৫৬ সালের ১লা নভেম্বর। পুরুলিয়া জেলাবাসীদের কাছে এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সে সময় ১৬ টি থানা নিয়ে গঠিত হয়েছিল পৃথক পুরুলিয়া জেলা। প্রসঙ্গত, ১৯১১ সালে মানভূম বিহারের অন্তর্ভুক্ত হওয়ায় বাংলা ভাষার অবমাননা শুরু হয়।

#পুরুলিয়া : পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৫৬ সালের ১লা নভেম্বর। পুরুলিয়া জেলাবাসীদের কাছে এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সে সময় ১৬ টি থানা নিয়ে গঠিত হয়েছিল পৃথক পুরুলিয়া জেলা। প্রসঙ্গত, ১৯১১ সালে মানভূম বিহারের অন্তর্ভুক্ত হওয়ায় বাংলা ভাষার অবমাননা শুরু হয়। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের বিদ্যালয় গুলিতে হিন্দি ভাষায় শিক্ষাদানের নির্দেশ দেওয়া হয়। সরকারি দপ্তরেও হিন্দি বাধ্যতামূলক করা হয়। সেই সময় থেকেই মানভূমে শুরু হয় হিন্দি সাম্রাজ্যবাদ। এরই প্রতিবাদে গর্জে ওঠে সমগ্র বাঙালি জাতি।
শুরু হয় মানভূম ভাষা আন্দোলন। ১৯৪৮ থেকে ১৯৫৬ সালে তীব্রভাবে এই ভাষা আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে বাঙ্গালীদের মধ্যে। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ১৯৫৬ সালে বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে মানভূম জেলা বিভক্ত হয়। মানভুমকে তিন টুকরো করে তৈরি করা হয় আজকের পুরুলিয়া জেলা। মানভূম ভাষা আন্দোলন পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলন ছিল। এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা লোক সেবক সংঘ মানভূমির ভাষা আন্দোলনে বাংলা ভাষার দাবিতে সোচ্চার হওয়া মানুষের ঐক্যবদ্ধ একটি রাজনৈতিক দল।
advertisement
আরও পড়ুনঃ দুর্বিষহ দশা দুলমি বাঁধের, পুরসভার উদ্যোগে হতে চলেছে সংস্কার
লোক সেবক সংঘ ভাষা সৈনিকদের সম্মান জানিয়ে প্রতি বছরই ধুমধামের সাথে পালন করেন এই দিনটি। এইদিন লোক সেবক সংঘের পক্ষ থেকে পুরুলিয়া শহরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি নিত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা। লোক সেবক সংঘের সচিব সুশীল মাহাতো জানান, পুরুলিয়া জেলাকে বাংলা সঙ্গে যুক্ত করার ফলে ভাষা সংস্কৃতি বিপন্ন হয়ে পড়ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি! তৎপর পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর
ব্রিটিশরা যেভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করেছে ও পরবর্তীকালে ভারত ও বাংলাদেশকে বিভক্ত করেছে, ঠিক একইভাবে পুরুলিয়াকে শিল্পাঞ্চল বিহীন করে মাতৃভাষার অধিকার দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করেছে। অপরদিকে জামসেদপুর, বোকারো, ধানবাদ শিল্পাঞ্চলকে বিহারে রেখে বিহারকে পরিপুষ্ট করার চেষ্টা করা হয়েছে, সেখানকার বাঙালীদের মাতৃভাষার অধিকার খর্ব করে। বিহারের যে অংশ মাতৃভাষা বাংলা থেকে বঞ্চিত রয়েছে তাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করতে হবে।
advertisement
Sharmistha Banerjee Bairagi
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুরুলিয়ার জন্ম দিবস পালন লোক সেবক সংঘের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement