Purulia News: দুর্বিষহ দশা দুলমি বাঁধের, পুরসভার উদ্যোগে হতে চলেছে সংস্কার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শহর পুরুলিয়ায় রয়েছে বহু গুরুত্বপূর্ণ জলাশয়। এই জলাশয় গুলির ওপর নির্ভর করেই প্রতিদিনের নিত্য নৈমিত্ত কাজ সম্পন্ন করে থাকেন এলাকার বাসিন্দারা। সেই রকমই একটি বাঁধ হল পুরুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অবস্থিত দুলমি বাঁধ।
#পুরুলিয়া : শহর পুরুলিয়ায় রয়েছে বহু গুরুত্বপূর্ণ জলাশয়। এই জলাশয় গুলির ওপর নির্ভর করেই প্রতিদিনের নিত্য নৈমিত্ত কাজ সম্পন্ন করে থাকেন এলাকার বাসিন্দারা। সেই রকমই একটি বাঁধ হল পুরুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অবস্থিত দুলমি বাঁধ। পৌরসভার ৫ টি ওয়ার্ডের বাসিন্দারা এই দুলমি বাঁধের উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই দুলমি বাঁধ। যার জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, এলাকার অপরিষ্কার জল বাঁধে এসে মিশছে। বাঁধে মল-মূত্রের গন্ধে এলাকায় টেকা দায় হয়েছে।
তার উপর রয়েছে মশা, মাছির ও পোকামাকড়ের উপদ্রব। এই বাঁধের জল ব্যবহার করে চর্মরোগ পর্যন্ত হয়ে যাচ্ছে। বারংবার রাজনৈতিক দলগুলিকে বাঁধ সংস্কারের বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোন রাজনৈতিক দলই দুলমি বাঁধ সংস্কারের জন্য এগিয়ে আসেনি। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী বলেন, দুলমি বাঁধ পৌরসভার নিজস্ব বাঁধ নয়। এটি একটি রায়তী বাঁধ। পৌরসভার কাছে এই ধরনের বাঁধ সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ নেই।
advertisement
advertisement
কচুরিপানা পরিষ্কার করার জন্য কোন অর্থ বরাদ্দ হয় না পৌরসভা গুলিতে। তবুও জনস্বার্থে আমরা চেষ্টা করব এই বাঁধ সংস্কার করার। প্রতিশ্রুতি মিলেছে বহুবার তবুও হয়নি সংস্কার। বাঁধ সংস্কার না হওয়ায় জীবন দুর্বিসহ হয়ে উঠেছে দুলমি বাঁধের পাড়ে বসবাসকারী বাসিন্দাদের। কবে এই দুলমি বাঁধ সংস্কার হয়ে সুদিন আসবে তারই অপেক্ষায় রয়েছেন দুলমি বাঁধ সংলগ্ন এলাকার মানুষেরা।
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 02, 2022 1:51 PM IST