Purulia News: আদিবাসী সংগঠনের ডাকা বন্ধের প্রভাব পড়ল না ঝালদায়
- Published by:kaustav bhowmick
Last Updated:
ঝালদার ছবিটা ছিল একেবারে অন্যরকম। এখানে বন্ধের কোনও প্রভাবই পড়েনি। অন্যান্য দিনের মতই গাড়ি-ঘোড়া চলেছে, রাস্তায় বেরিয়েছে মানুষ।
পুরুলিয়া: বেশ কিছু দাবিদাওয়াকে সামনে রেখে সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান। কিন্তু আদিবাসী অধ্যুষিত পুরুলিয়া জেলার বহু জায়গাতেই এই বন্ধের তেমন একটা প্রভাব পড়ল না। ঝালদা শহরে বন্ধকে উপেক্ষা করে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল জীবনযাত্রা।
আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বন্ধে পুরুলিয়ার কিছু কিছু জায়গায় রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। কারণ জঙ্গল অধ্যুষিত ওই সমস্ত এলাকায় যানবাহন তেমন একটা চলেনি। কিন্তু ঝালদার ছবিটা ছিল একেবারে অন্যরকম। এখানে বন্ধের কোনও প্রভাবই পড়েনি। অন্যান্য দিনের মতই গাড়ি-ঘোড়া চলেছে, রাস্তায় বেরিয়েছে মানুষ। ঝালদা পুরসভায় স্বাভাবিক কাজ হয়েছে। বাজারহাট, দোকানপাট সবকিছু স্বাভাবিক সময়ের মতই খোলা ছিল।
advertisement
advertisement
তবে বাস পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হয় মানুষকে। আদিবাসীদের ডাকা বন্ধের কারণে বেসরকারি বাস মালিকরা রাস্তায় গাড়ি নামায়নি।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 7:54 PM IST