Purulia News: বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করল ঝালদা পৌরসভার অস্থায়ী কর্মীরা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
- Reported by:Ananya Chakraborty
Last Updated:
বিগত সময় থেকেই ঝালদা পৌরসভাকে ঘিরে সরগরম রাজনৈতিক মহল। ঝালদা পৌরসভার মসনদ কার দিকে যাবে তা নিয়ে বিতর্কের শেষ হচ্ছে না। তারই মধ্যে বেতন না পাওয়ার দাবিতে কর্ম বিরতির ডাক দিলেন পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা।
#পুরুলিয়া : বিগত সময় থেকেই ঝালদা পৌরসভাকে ঘিরে সরগরম রাজনৈতিক মহল। ঝালদা পৌরসভার মসনদ কার দিকে যাবে তা নিয়ে বিতর্কের শেষ হচ্ছে না। তারই মধ্যে বেতন না পাওয়ার দাবিতে কর্ম বিরতির ডাক দিলেন পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ অনুসারে জেলা শাসক রজত নন্দার উপরেই দায়িত্বভার বর্তেছে পৌরসভা সামলানোর।বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা বকেয়া মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলাশাসকের দারস্ত হন তারা। তাদের দাবি দীর্ঘ দু-মাস ধরে বকেয়া বেতন না মেলায় চরম অর্থ সংকটের মুখে পড়েছেন তারা।
পাশাপাশি বেতন বৃদ্ধি করার দাবী রাখেন তারা। উল্লেখ্য, ১৫ তারিখে পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা পুরসভার নির্বাহী আধিকারিকের মাধ্যমে জেলাশাসক রজত নন্দার কাছে লিখিত আকারে আবেদন জমা করেছিলেন। আবেদনে তারা জানিয়েছিলেন তাদের বকেয়া বেতন না মেটানো হলে তারা কর্ম বিরতির পথে হাঁটবেন। সেইমতো বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা। অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে।
advertisement
আরও পড়ুনঃ যানজট নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া পৌরসভা ও প্রশাসন
তা না হলে এইভাবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে পৌরসভার হেড ক্লার্ক ইনচার্জ গৌতম গোস্বামী জানান, বেতনের দাবিতে পৌরসভার কর্মীরা কর্মবিরতি পালন করছে। এ বিষয়ে সমস্ত কিছু জেলাশাসকই বলতে পারবেন। আমরা সামান্য কর্মচারী আমরা কিছুই জানি না।এই কর্ম বিরতির ফলে পৌরসভার জরুরি বিভাগের সমস্ত পরিষেবা বিঘ্নিত হয়েছে। বিপাকে পড়তে হয়েছে সাধারণ নাগরিকদের।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
December 22, 2022 8:14 PM IST