Purulia News: নেই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা, উপযুক্ত পাঠ গ্রহণ থেকে বঞ্চিত ছাত্র-ছাত্রীরা!
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কান্ডারী হন শিক্ষক-শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকাও অপরিসীম। বিদ্যালয়ে পঠন পাঠনের পরিকাঠামো যদি ঠিক থাকে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে অনেকখানি সুনিশ্চিত হয়।
#পুরুলিয়া : ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কান্ডারী হন শিক্ষক-শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকাও অপরিসীম। বিদ্যালয়ে পঠন পাঠনের পরিকাঠামো যদি ঠিক থাকে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে অনেকখানি সুনিশ্চিত হয়। যথাযথ পরিকাঠামোর অভাবে উপযুক্ত পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে ঝালদা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াড়া। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যালয়টি। ঝালদার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যালয় হল এটি। পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকায় বর্তমানে ঝালদা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা উপযুক্ত পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
প্রয়োজনের তুলনায় এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অনেক কম রয়েছে। ঝালদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকার পোস্ট সংরক্ষিত রয়েছে ২৫টি। তার মধ্যে থেকে শিক্ষক-শিক্ষিকা ছিল ২১ জন, তাদের মধ্যে থেকে আট জন শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন জেলায় বদলি নিয়ে চলে গিয়েছেন। ফলে বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৩ টি। এ বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক নয়ন চন্দ্র।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়া স্টেশনের অশ্বত্থ গাছের মগডালে এক ব্যক্তি! ধুন্ধুমার কাণ্ড
তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের মোট ১২ টি পোস্ট ফাঁকা রয়েছে শিক্ষক-শিক্ষিকার জন্য। যতদিন না পর্যন্ত পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে ততদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের মানউন্নয়ন হবে না। এ বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকেরা। তাদের দাবি, ঝালদা উচ্চ বিদ্যালয়ের পঠন-পাঠন যথেষ্ট ভাল হয়। কিন্তু পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকার কারণে অনেক ক্ষেত্রেই তারা যথাযথ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নয়া নিয়মে আবেদন হচ্ছে লক্ষী ভান্ডারে, মহিলাদের ভিড় দুয়ারে সরকার ক্যাম্পে!
বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করার দাবী জানিয়েছেন তারা। শিক্ষক-শিক্ষিকা বদলির কারণে জেলার বিভিন্ন স্কুলে পড়ুয়ার উপযুক্ত পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। বহু স্কুলে দেখা গিয়েছে শিক্ষক-শিক্ষিকার অভাবে উচ্চমাধ্যমিক বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে এই বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কবে পরিপূর্ণ হবে তারই অপেক্ষায় রয়েছে পড়ুয়ারা।
advertisement
Sharmistha Banerjee Bairagi
view commentsLocation :
First Published :
December 07, 2022 5:50 PM IST