Duare Sarkar : শুরু হচ্ছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার! কি কি নয়া পরিষেবা মিলবে দেখুন!

Last Updated:

Duare Sarkar : ষষ্ঠ দফার দুয়ারে সরকার শুরু হচ্ছে। রয়েছে গুচ্ছ নয়া কর্মসূচি। এক নজরে দেখে নিন!

দুয়ারে সরকার শিবির নিয়ে বৈঠক পুরুলিয়া
দুয়ারে সরকার শিবির নিয়ে বৈঠক পুরুলিয়া
পুরুলিয়া : পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যের মুখ দেখা একটি অন্যতম উদ্যোগ দুয়ারে সরকার। ইতিমধ্যেই ৫ দফায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। ষষ্ঠ দফা দুয়ারে সরকার প্রকল্প শুরু হতে চলেছে আগামী ১ লা এপ্রিল থেকে, আগামী ২০ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। একই সঙ্গে চলবে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিও। এবার দুয়ারে সরকারের ক্যাম্পে বাড়ানো হয়েছে সরকারি পরিষেবার সংখ্যাও।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও দুয়ারে সরকার শিবির নিয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের। ‌শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরুলিয়া জেলাশাসক রজত নন্দা জেলায় কিভাবে ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত জানান। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে , এবছর পুরুলিয়ায় মোট ক্যাম্পের সংখ্যা থাকছে ৩২২৬ টি। এই ফেজে দুয়ারে সরকার শিবিরে মূল আকর্ষণ হচ্ছে মোবাইল ক্যাম্প। ৭১২টি ভ্রাম্যমান শিবির দুয়ারে সরকার ক্যাম্প চলবে পুরুলিয়ার রিমোট এলাকা গুলিতে। ‌ পুরুলিয়া অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকাগুলি বা শহরতলী এলাকার মানুষেরা যারা এখনও পর্যন্ত দুয়ারে সরকারের সুবিধা উপভোগ করতে পারেননি তাদের উদ্দেশ্যেই এই মোবাইল ক্যাম্প তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ সব মিলিয়ে ৩২ ধরনের পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে।পাশাপাশি খোলা হয়েছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম। উপভোক্তাদের যেকোনো অভাব অভিযোগ সরাসরি জানানো যাবে এই কন্ট্রোল রুমে। ট্যাবলোর মাধ্যমে প্রচার শুরু করেছে প্রশাসন। ১ লা এপ্রিল থেকে ১০ ই এপ্রিল পর্যন্ত চলবে আবেদন পত্র জমা দেওয়ার কাজ। ১০ই এপ্রিল থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত পরিষেবা প্রদান‌ করা হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী‌, বাংলা কৃষি , সেচ যোজনা এবং বিধবা ভাতা এই পর্যায়ের নতুন প্রকল্প‌ গুলির মধ্যে অন্যতম।
advertisement
আরও পড়ুন:
প্রসঙ্গত ২০২০ সাল থেকে রাজ্য সরকার জনগণকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে চালু করেছিল দুয়ারের সরকার শিবির। এখনো পর্যন্ত মোট পাঁচ দফা দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের কয়েক কোটি মানুষ এ শিবির থেকে নানান সরকারি পরিষেবা উপভোগ করতে। আগামী দিনে সমস্ত নাগরিকের কাছে সরকারি সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের পুনরায় আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। ‌
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Duare Sarkar : শুরু হচ্ছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার! কি কি নয়া পরিষেবা মিলবে দেখুন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement