Purulia News : সদ্যোজাত পুত্র সন্তানকে কোলে নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থী

Last Updated:

কোলে রয়েছে সদ্য যত সন্তান। অন্যদিকে চলছে জীবনের বড় পরীক্ষা। তাই সদ্যজাত শিশুকে কোলে নিয়েই দিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষা!

+
হাসপাতাল

হাসপাতাল থেকে পরীক্ষা দিলেন পড়ুয়া

পুরুলিয়া: ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। ভবিষ্যতের ভীত মজবুত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভাল রেজাল্ট করা ছাত্রছাত্রীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। রাজ্য জুড়ে চলছে ২০২৩-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ‌ দীর্ঘ প্রায় দু'বছর পর করোনা পরিস্থিতি কাটিয়ে পড়ুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এ বছর থেকে পড়ুয়া অফলাইনে পরীক্ষা দিতে পারছে। তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট তৎপর রাজ্য সরকার।
পড়ুয়াদের সুবিধা অসুবিধার সর্বক্ষেত্রেই দেখা হচ্ছে। সদ্যোজাত পুত্র সন্তান নিয়ে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিচ্ছেন পুরুলিয়া জেলার রুপাপাতিয়া গ্রামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম কবিতা সিং সর্দার , তার বাড়ি রুপাপাতিয়া গ্রামে। বরাবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তাঁর পরীক্ষার সিট পড়েছিল।
আরও পড়ুন: শুধু অয়ন শীল নয়, অয়নের বাবা ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর ইডি-র
সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে তাঁকে ভর্তি করা হয় বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে। রাতেই তাঁর একটি পুত্র সন্তান হয়। অতঃপর পরিবারের লোকজন বিদ্যালয় বিষয়টি জানায়। স্কুল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় বরাবাজার স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই মতো মঙ্গলবার পরীক্ষা দেন তিনি। পরীক্ষা দিতে পেরে খুশি পরীক্ষার্থী-সহ পরিবারের লোকজনেরাও।
advertisement
advertisement
মনের ইচ্ছা শক্তি ও প্রবল জেদ থাকলে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠা যায়। পুরুলিয়ার ছাত্রী কবিতা সিং সর্দার আবারও তা প্রমাণ করে দিল । ‌তার এই অদম্য ইচ্ছাশক্তি আগামী দিনে তার ভবিষ্যৎ আরও অনেকখানি বিকশিত করবে এমনটাই মনে করা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : সদ্যোজাত পুত্র সন্তানকে কোলে নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement