Purulia News: বিবেকানন্দর জন্মদিনে পুরুলিয়ায় বিজেপির ব়্যালি

Last Updated:

বিবেকানন্দর জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয় বিজেপির তরফ থেকে

+
title=

#পুরুলিয়া: যুব সমাজের নবজাগরণের পথিক স্বামী বিবেকানন্দ।‌ বৃহস্পতিবার ছিল সেই বিবেকানন্দর ১৬০ তম জন্মদিন ও ৩৯ তম যুব দিবস। দিনটি মহাসমারোহে দেশজুড়ে পালিত হয়। সরকারি-বেসরকারি নানান কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দলগুলিও তাদের মত করে বিবেকানন্দকে শ্রদ্ধা জানান। পুরুলিয়াতেও বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠান হয়। স্বামী বিবেকানন্দর জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে পুরুলিয়া শহরে র‌্যালি বের করা হয়েছিল।
বিবেকানন্দর জন্মদিনের র‌্যালিতে বহু বিজেপি কর্মীসমর্থক অংশ নেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, স্বামী বিবেকানন্দের চিন্তাধারা ও তাঁর মতাদর্শকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই র‌্যালি গোটা পুরুলিয়া শহর পরিক্রম করে। বিবেকানন্দর জন্মদিনকে ঘিরে বিজেপির এই কর্মসূচির মূল লক্ষ্যই ছিল, যুবসমাজ ও নতুন প্রজন্মকে আরও বেশি কাছে টানা।
advertisement
advertisement
রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রেও ঘটা করে দিনটি পালন করা হয়। বিজেপির বড় বড় নেতারাও বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। কলকাতায় তাঁর বাড়িতে যান রাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করোনার কারণে গত দু'বছর বিবেকানন্দর জন্মদিন ও জাতীয় যুব দিবস পালনে কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এই বছর পরিস্থিতি অনেকটাই ঠিক থাকায় পুরনো জাঁকজমক ফিরে এসেছে।
advertisement
স্বামী বিবেকানন্দ বঙ্গ সন্তান হলেও দেশের অন্যান্য জায়গাতেও গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করা হয়। বিজেপির পক্ষ থেকে এই দিন কেন্দ্রীয়ভাবেও বেশ কিছু কর্মসূচি রাখা হয়েছিল।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: বিবেকানন্দর জন্মদিনে পুরুলিয়ায় বিজেপির ব়্যালি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement