Bike Accident: মদ খেয়ে হেলমেট ছাড়া বাইক নিয়ে হিরোগিরি! ভয়ঙ্কর দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সরকার ও পুলিশ হেলমেট পরা নিয়ে রাতদিন প্রচার চালালেও একাংশ তাতে কান দিতে মোটেও রাজি নয়। আর তারই ফলে অকালে ঝরে গেল তিনটি তরতাজা প্রাণ!
#মুর্শিদাবাদ: মদ খেয়ে বাইকে চাপলেই যেন গতির নেশা পেয়ে বসে! আর তাই করতে গিয়েই অকালে ঝরে গেল তিনটি তরতাজা প্রাণ। হেলমেট ছাড়া একটি বাইকে করেই আসছিল তিন যুবক। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় মারা গেল তিনজনেই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বহরমপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থেকে দ্রুত গতিতে বাইক চালিয়ে বহরমপুরের দিকে আসছিল ওই যুবকরা। তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। তিনজনেই মধ্যপ অবস্থায় ছিল। কিন্তু বহরমপুরের গজধরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সজোরে গিয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃতদের নাম সোমনাথ বিশ্বাস (৩১), সৌভিক বিশ্বাস (২৪), তপন টিকাদার (২৩)। জানা গিয়েছে, তিনজনেরই বাড়ি হরিহরপাড়ার কুমড়োদহ ঘাটের কলোনিপাড়ায়।
advertisement
হঠাৎ পাড়ার তিন ছেলে অকালে চলে যাওয়ায় ভাষা হারিয়েছে কুমাড়োদহের কলোনিপাড়া। হঠাৎ কোথা থেকে কী হয়ে গেল কেউ বুঝতে পারছেন না। কেনই যে ছেলেরা মদ খেয়ে বাইক চালিয়ে বহরমপুরে যেতে গেল তা জানে না সন্তানহারা পরিবারগুলিও। বিশেষজ্ঞদের মতে, মাথায় হেলমেট থাকলে প্রাণে রক্ষা পেলেও পেতে পারত এই তিন যুবক।
advertisement
advertisement
দেখা যাচ্ছে, রাজ্য সরকার যতই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করুক না কেন বা নিয়মিত হেলমেট পড়া নিয়ে প্রচার চালাক, বাইক চালকদের একাংশের হুঁশ এখনও ফেরেনি। বিশেষ করে কম বয়সীদের মধ্যে এখনও হেলমেট ছাড়া বাইক চালানো মানে নায়কেচিত কোনও বিষয়, এই ধারণা থেকে গিয়েছে। তাই মাঝে মধ্যেই অকালে তরতাজা প্রাণ ঝরে পড়ার খবর পাওয়া যাচ্ছে।
advertisement
বহরমপুরের এই দুর্ঘটনায় মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে ওই তিন যুবকের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 12:37 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bike Accident: মদ খেয়ে হেলমেট ছাড়া বাইক নিয়ে হিরোগিরি! ভয়ঙ্কর দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু