Murshidabad News: নার্সকে বেধড়ক ঠ্যাঙাল রোগীর পরিবার! ভর্তি হতে হল হাসপাতালে

Last Updated:

রোগীর পরিজনদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি নার্স! ক্ষুব্ধ সহকর্মীরা কর্মবিরতির ডাক দিলেন

+
নার্সকে

নার্সকে মার

#মুর্শিদাবাদ: কর্মরত অবস্থায় ফের রোগীর পরিজনদের কাছে নিগৃহীত হলেন এক নার্স। তাঁকে ধরে রীতিমত মারধর করা হয়। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লক হাসপাতালের ওই নার্স। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরই ওই ব্লক হাসপাতালের বাকি নার্সিং স্টাফরা কর্মবিরতির ডাক দেন।
বৃহস্পতিবার বিকেলে শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ডিউটিতে ছিলেন শম্পা সাউ নামে ওই নার্সিং স্টাফ। সেই সময় ওই হাসপাতালেই ভর্তি এক রোগীর পরিজনরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারতে থাকে। মূলত এক মহিলা তাঁকে এলোপাথাটি চড় থাপ্পড় মারেন বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শম্পা।
বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার জেরে পর্যাপ্ত নিরাপত্তা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন ওই ব্লক হাসপাতালে কর্মরত বাকি নার্সরা। তাঁরা দাবি করেন, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এর পাশাপাশি তাঁরা সন্ধেতেই বিএমওএইচ-এর সঙ্গে বিষয়টি নিয়ে দেখা করেন। সেখানেও তাঁরা নিজেদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, গোটা ঘটনা কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিএমওএইচ। এদিকে, নার্স নিগ্রহের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন শামসেরগঞ্জ অনুপনগর ব্লক হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক। পুলিশ সূত্রে খবর, তারা অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে এই নিগ্রহের ঘটনায় ওই রোগীর এক মহিলা আত্মীয়কে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার জেরে এখনও এলাকায় উত্তেজনা আছে। এমনিতেও মুর্শিদাবাদ জেলায় মাঝেমধ্যেই রোগীর পরিজনদের হাতে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। বিষয়টিতে চিকিৎসক মহল যথেষ্ট ক্ষুব্ধ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নার্সকে বেধড়ক ঠ্যাঙাল রোগীর পরিবার! ভর্তি হতে হল হাসপাতালে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement