East Medinipur News: নিজেদের নিরাপত্তা ও সংসারের সুখ শান্তি ফেরাতে পদক্ষেপ নিল খোদ মহিলারাই
Last Updated:
সংসারের সুখ শান্তি ও রাস্তায় বেরিয়ে নিজেদের নিরাপত্তায় বজায় রাখতে স্থানীয় মহিলারাই অবৈধ মদের কারবার ভাঙচুর করল পুলিশের সামনেই!
#তমলুক, পূর্ব মেদিনীপুর: সন্ধের পর রাস্তায় বেরিয়ে নিরাপত্তার অভাব বোধ করত ধলহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গাখালি বাজার এলাকার মহিলারা। শুধু নিরাপত্তার অভাব বোধ নয় প্রতিদিন সন্ধের পর সংসারে নিত্য অশান্তি! অশান্তির মূল কারণ মদ। মহিলাদের অভিযোগ গঙ্গা খালি বাজার এলাকায় একটি ভুসিমাল দ্রব্যের দোকান থেকে অবৈধভাবে প্রতিনিয়ত মত বিক্রি হতো প্রায় ৩০-৩৫ বছর ধরে। দোকানদারকে বারবার সতর্ক করেও হয়নি ফল উল্টে এসেছে হুমকি। পুলিশ স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি তাই এবার মহিলারাই নিজেরা এগিয়ে এসে অবৈধ মদ কারবারে ভাঙচুর চালায়। আর এর ঘটনাটি ঘটেছে তমলুক শহরের উপকন্ঠেই।
আরও পড়ুন Birbhum News : একেই বলে রাখে হরি মারে কে! ট্রেন থেকে ফেলা দেওয়া যুবকের প্রাণ বেঁচে গেল যে ভাবে...
advertisement
তমলুক শহর লাগোয়া, গঙ্গাখালি এলাকার মহিলারা একজোট হয়ে বেআইনি মদের দোকান থেকে মদ উদ্ধার করে নষ্ট করল পুলিশের সামনে। দীর্ঘদিন থেকে এই এলাকায় বেআইনিভাবে বিদেশী মদ বিক্রি করছিল একটি পরিবার তাদের ভুসিমাল দ্রব্যের দোকান থেকে। এর ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্টের পাশাপাশি ওই এলাকার প্রতিটি পরিবারে লেগে থাকত অশান্তি। এই অভিযোগে মহিলারা একজোট হয়ে রাতে দোকান থেকে বেআইনি মদের বোতল বের করে নিয়ে এসে পুলিশের সামনেই নষ্ট করে।
advertisement
আরও পড়ুন Crime News: সাক্ষাৎ ২২ শে শ্রাবণ সিনেমা! প্রাক্তন পুলিশ কর্মীই ২ ব্যবসায়ী অপহরণের হোতা, ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি
উত্তেজিত মহিলারা প্রথমে চড়াও হয়ে বিভিন্ন ব্র্যান্ডের ছোট থেকে বড় মদের বোতল বের করে এনে জড়ো করে। তারপর রাস্তায় ফেলে সেগুলি ভেঙে দেয়। এমনকি পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকে মহিলারা। পরে পুলিশ ওই দোকানটি সিজ করে। মহিলাদের অভিযোগ দীর্ঘদিন পুলিশ প্রশাসনকে জানানো হলেও কর্ণপাত করেননি তারা।
advertisement
Saikat Shee
Location :
First Published :
October 17, 2022 3:05 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নিজেদের নিরাপত্তা ও সংসারের সুখ শান্তি ফেরাতে পদক্ষেপ নিল খোদ মহিলারাই