Panchayat Election 2023: ভোটাররা লাইনে দাঁড়িয়ে, কিন্তু ভোট নেওয়ার লোক‌ই নেই! পুনর্নির্বাচনের দিন অবাক দৃশ্য ময়নায়

Last Updated:

সকাল ৭ টার মধ্যে ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে পড়লেও বুথের ভেতর দেখা মিলল না ভোট কর্মীদের! অবাক ঘটনা ময়নায়

+
title=

পূর্ব মেদিনীপুর: একে তিনদিনের মধ্যে দ্বিতীয় বার ভোট দিতে হচ্ছে, তাও আবার সময় হয়ে গেলেও ভোট নেওয়ার লোকই নেই! পুনর্নির্বাচনের দিন সকালে বুথে ভোট দিতে গিয়ে বেশ কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে থাকলেন ময়নার বহু ভোটার। সকাল ৭ টা বেচে গেলেও বুথের ভেতর ফাঁকা, কোনও ভোট কর্মী নেই!
advertisement
শনিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্য সরকার এনআই অ্যাক্টে ছুটির কথা ঘোষণা করেছিল। কিন্তু সোমবার পুনর্নির্বাচনের দিন বেসরকারি এই সংস্থাগুলো কর্মীদের সেই সুযোগ দেয়নি। ফলে যে সকল বুথে নির্বাচন হচ্ছে সেখানকার বহু ভোটারেরই লক্ষ্য ছিল সকাল সকাল ভোট দিয়ে কাজে বেরিয়ে যাবেন। কিন্তু বুথের মধ্যে ভোট কর্মীরা না থাকায় সেই পরিকল্পনা ধাক্কা খেল ময়নার বহু বুথে। এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ গ্রামের মানুষ। তাঁরা নির্বাচন কমিশনের ‘সিরিয়াসনেস’ নিয়েই প্রশ্ন তুলছেন।
advertisement
এদিন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মত রাজ্যজুড়ে ৬৯৬ টা বুথে পুনর্নির্বাচন হয়। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের ৩১ টি বুথ ছিল। সেই তালিকায় ছিল ময়নার ১২ টি বুথের নাম। সব কটি বুথ আবার এখানকার বাকচা পঞ্চায়েতের অন্তর্গত। প্রসঙ্গত, ৮ জুলাই য়ের ভোটে বাকচা পঞ্চায়েতের বুথে বুথেদেদার ছাপ্পা ও অশান্তির অভিযোগ তুলেছিল শাসক এবং বিরোধী উভয় পক্ষ‌ই। কিন্তু সোমবার পুনর্নির্বাচনের শুরুতেই ভোট কর্মীদের অনুপস্থিতি ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আড়ংকিয়ারানা নিউ প্রাথমিক বিদ্যালয়ের ১৫৪ নম্বর বুথে সকাল সাতটা বেজে গেলেও ভোট শুরু না হওয়ায় ভোটাররা বিক্ষোভ দেখান। কেন নির্ধারিত সময় এই বুধগুলোতে ভোট শুরু করা যায়নি তা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এমন ঘটনায় অবাক রাজনৈতিক দলগুলিও।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat Election 2023: ভোটাররা লাইনে দাঁড়িয়ে, কিন্তু ভোট নেওয়ার লোক‌ই নেই! পুনর্নির্বাচনের দিন অবাক দৃশ্য ময়নায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement