North 24 Parganas News: পুনর্নির্বাচনে শান্তিপূর্ণ ছাপ্পা ভোট অশোকনগরে
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
শান্তিপূর্ণ ছাপ্পা ভোট! শনিবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন না হলেও সোমবার পুনর্নির্বাচনে অশোকনগরের বজায় থাকল অখণ্ড শান্তি। শুধু অবাধ ভোটের বদলে ব্যালট বাক্স ভরল ছাপ্পা ভোটে
উত্তর ২৪ পরগনা: পুনর্নির্বাচনে শান্তিপূর্ণ ছাপ্পা ভোট। সোমবার এমনই দৃশ্য দেখা গেল অশোকনগরে। প্রকাশ্যেই ছাপ্পা ভোট দেওয়ার দৃশ্য দেখা গেলেও বিরোধীদের দিক থেকে এদিন আর কোনও প্রতিরোধ ধেয়ে আসেনি। অভিযোগ, শনিবারই ভয় দেখিয়ে ভোটের পর বিরোধীদের গ্রাম ছাড়া করা হয়েছে। অথচ শনিবার এই ছাপ্পা ভোট আটকানো নিয়ে অশান্তির জেরে সোমবার পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে এদিন পুনর্নির্বাচন বয়কট করে আইএসএফ।
আরও পড়ুন: ভোটে দিন অশান্তি পাকানোয় গ্রেফতার ১৪
নির্বাচন কমিশন উত্তর ২৪ পরগনার ৪৬ টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। সেই তালিকায় ছিল অশোকনগরের দিঘরা মালিকবেরিয়া পঞ্চায়েতের সোলেমানপুরের ৭৩ নম্বর বুথ। নিয়ম অনুযায়ী এদিন সকাল সাতটায় যথারীতি সেখানে ভোট গ্রহণ শুরু হয়। তবে বুথের ভেতর বিরোধীদের কোনও এজেন্ট ছিল না। প্রায় আড়াইশো আইএসএফ সমর্থক প্রাণের ভয়ে গ্রাম ছাড়া বলে নির্বাচন কমিশনকে রবিবার চিঠি দিয়ে জানিয়েছিলেন এই ৭৩ নম্বর বুথের আইএসএফ প্রার্থী সেলিমা বিবি। তিনি নিজেও সপরিবারে বাড়ি ছাড়া বলে ওই চিঠিতে উল্লেখ করেন। জানান, এই পরিস্থিতিতে ভোট হলে তাঁরা ভোট বয়কটের পথে হাঁটতে বাধ্য হবেন।
advertisement
advertisement
যদিও আইনশৃঙ্খলার পরিস্থিতি ফিরিয়ে এনে পুনর্নির্বাচনের সেই দাবি মান্যতা পায়নি কমিশনের কাছে। শনিবার এখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তৃণমূল-আইএসএফ কর্মীদের সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। এমনকি গাড়ির কাঁচ ভেঙে মারধর করা হয় অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকারকেও। ফলে একসময় বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন পুনর্নির্বাচনে বুথে আইএসএফের এজেন্ট না থাকায় শাসকদলের কর্মীদের দেখা গেল প্রকাশ্যেই বুথের মধ্যে ঢুকে ছাপ্পা ভোট দিতে। বাধা দিল না পুলিশও। দিনের শেষে বিকেল পাঁচটার পর সেই ছাপ্পা দেওয়া জনগণের রায় ব্যালট বাক্স বন্দি হয়ে চলে গেল স্ট্রংরুমের দিকে। যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলেও মুখ খুলতে রাজি হয়নি শাসকদলের কেউ। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসনও।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2023 7:39 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুনর্নির্বাচনে শান্তিপূর্ণ ছাপ্পা ভোট অশোকনগরে








