Purba Medinipur: অভিনব সংসদে ছাত্রছাত্রীরা তুলে ধরল নিজেদের এলাকার কথা

Last Updated:

তাম্রলিপ্ত পৌরসভার হলঘরে মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের মন্ত্রী ও বিরোধী দলনেতা সহ বসল অভিনব সংসদ। এই অভিনব সংসদে পৌর এলাকার স্কুল ছাত্র-ছাত্রীরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরল।

+
Tamralipta

Tamralipta municipality 

#তমলুক : তাম্রলিপ্ত পৌরসভার হলঘরে মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের মন্ত্রী ও বিরোধী দলনেতা সহ বসল অভিনব সংসদ। এই অভিনব সংসদে পৌর এলাকার স্কুল ছাত্র-ছাত্রীরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরল। সংসদের অন্দরের কর্মকান্ড পড়ুয়াদের সামনে তুলে ধরতে আয়োজন করা হয় \" যুব সংসদ\" প্রতিযোগিতা। এই যুব সংঘের প্রতিযোগিতায় পৌরসভা এলাকার স্কুল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।সংসদের অন্দরে কি কি হয়ে থাকে তা পড়ুয়াদের সামনে তুলে ধরতে তাম্রলিপ্ত পুরসভার শিক্ষা দফতরের উদ্যোগে পুরসভার মহেন্দ্র স্মৃতি সদনে আয়োজন করা হয়\" যুব সংসদ ও কুইজ \" প্রতিযোগিতা।
তাম্রলিপ্ত পুরসভা এলাকার ৮ টি স্কুলের পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এদিনের অনুষ্ঠানে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ, কাউন্সিলর গন সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পৌরবাসী বিনোদনের জন্য তৈরি হল পার্ক
সংসদের অন্দরে মন্ত্রী সাংসদরা কি কি করে থাকেন তা উপস্থিত পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়।  সেই সঙ্গে সংসদ বিষয় কুইজের ব্যবস্থা করা হয়। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক কিছু শিক্ষালাভ হয়েছে বলে জানায় পড়ুয়ারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মোবাইল গেম খেলায় হার! বন্ধুদের কাছে জুতো পেটা! চরম ঘটনা ঘটল নাবালকের সঙ্গে!
তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানান, পড়ুয়ারা যাতে সংসদের সমস্ত কিছু বুঝতে ও শিক্ষতে পারে তার জন্য এই ধরনের উদ্যোগ আমাদের৷ যারা ভাল উপস্থাপনা করেছে তাদের সম্মানিত করা হয়। যুব সংসদে উপস্থিত থেকে একটি স্কুলের ছাত্রীরা বলেন, 'বিধানসভা বা লোকসভায় কি ধরনের কাজকর্ম হয় তা এই যুব সংসদের মধ্যে জানতে পারলাম। যা আগামী দিনে কাজে লাগবে।'
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: অভিনব সংসদে ছাত্রছাত্রীরা তুলে ধরল নিজেদের এলাকার কথা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement