East Medinipur News: কী এমন ঘটল! শিশির-শুভেন্দুর শান্তিকুঞ্জের শান্তি রক্ষাই এখন মাথাব্যথা আধিকারিকদের

Last Updated:

East Medinipur News: এই সভার স্থল প্রথমে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও পরে তা শান্তিকুঞ্জের অদূরে কাঁথির প্রভাতকুমার কলেজ মাঠে আয়োজন করা হয়েছে।

শান্তিকুঞ্জ
শান্তিকুঞ্জ
কাঁথি: ডিসেম্বরে শুরুতেই জেলায় শাসকদলের মহাসভা। সাংসদ অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন কাঁথির প্রভাত কুমার কলেজ মাঠে। আর এই সভার কারণে শান্তিকুঞ্জের শান্তি ও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই মতো শান্তিকুঞ্জের শান্তি রক্ষায় তৎপর হলো পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। ৩ ডিসেম্বর শনিবার কাঁথি শহরের প্রভাত কুমার কলেজ মাঠে পঞ্চায়েত ভোটের আগে কর্মী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা স্থলেরর ১০০ মিটার দূরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ।
এই সভার স্থল প্রথমে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও পরে তা শান্তিকুঞ্জের অদূরে কাঁথির প্রভাতকুমার কলেজ মাঠে আয়োজন করা হয়েছে। উচ্চ আদালতের কড়া নির্দেশ, কাঁথির ওই সভা থেকে কোনও ভাবেই যেন বিঘ্নিত না হয় শান্তিকুঞ্জের নিরাপত্তা। সেই সঙ্গে মাইকের দাপাদাপিতে যেন শান্তিকুঞ্জের অধিবাসীদের সম্যার মুখে পড়তে না হয় তাও নিশ্চিত করতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে। এই বাড়িতেই থাকেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আরও থাকেন তাঁর বাবা কাঁথির প্রবীন সাংসদ শিশির অধিকারী, মা গায়ত্রী দেবী, কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে বিজেপির জেলা নেতা সৌমেন্দু অধিকারী। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
advertisement
advertisement
শান্তিকুঞ্জরে মাত্র ১০০ মিটার দূরের প্রভাত কুমার কলেজ মাঠে তৃণমূল সভা করছে বলে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আবেদনে সভা বাতিল না হলেও সভা নিয়ে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে উচ্চ আদালত। সেই নির্দেশ মতোই এদিন সকাল থেকে শান্তিকুঞ্জে যাতায়াতের দুই রাস্তায় নাকা চেকিং বসানো হয়েছে। এখানে সাধারণের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
মাইকের শব্দে যাতে শান্তিপুঞ্জ নিরাপত্তা বিঘ্নিত না হয় তাই। এদিন বেলা বারোটা নাগাদ শান্তিকুঞ্জের সামনে শব্দমাত্রা মেপে দেখে কাঁথি থানার পুলিশ। সেই সঙ্গে ম্যাজিষ্ট্রেট পর্যায়ের আধিকারিক শান্তিকুঞ্জের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেন। সূত্রের খবর, শান্তিকুঞ্জে এখন শিশির, গায়ত্রীদেবী থাকলেও শুভেন্দু ও দিব্যেন্দু বেরিয়ে গিয়েছেন নিজের কাজে। প্রসঙ্গত আসন্ন পঞ্চায়েত ভোট উপলক্ষে রাজনৈতিক দলের কর্মসূচির ব্যস্ততা শুরু হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার কাঁথির প্রভাতকুমার কলেজ মাঠে এই সভা সামনের পঞ্চায়েত ভোটকে উপলক্ষ্য করেই।
advertisement
---Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কী এমন ঘটল! শিশির-শুভেন্দুর শান্তিকুঞ্জের শান্তি রক্ষাই এখন মাথাব্যথা আধিকারিকদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement