Purba Medinipur News: পৌর এলাকাকে ডেঙ্গি মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ তাম্রলিপ্ত পৌরসভার
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গি বিজয়ের অভিযান শুরু হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সেই কাজ।
তমলুক: তাম্রলিপ্ত পৌরসভা এলাকাকে ডেঙ্গি মুক্ত করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার ডেঙ্গি বিজয়ের অভিযান শুরু হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সেই কাজ। বর্ষাকালে রাজ্যের বিভিন্ন পৌর ও গ্রামীণ এলাকায় মাথাচাড়া দিয়েছে ডেঙ্গির প্রকোপ। বিশেষ করে পৌর এলাকায় গুলিতে জমা জলের কারণে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির প্রকোপ চিন্তা বাড়াচ্ছে তাম্রলিপ্ত পৌর প্রশাসনকে। শহরকে ডেঙ্গি মুক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে পৌর প্রশাসন। তাম্রলিপ্ত পৌরসভায় এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নেই। শুধু এ বছরই নয়, বিগত বছরগুলিতেও তমলুক শহরে ডেঙ্গির প্রকোপ সেভাবে দেখা দেয়নি।
advertisement
advertisement
এবার বর্ষা শুরু আগে থেকেই তাম্রলিপ্ত পৌরসভা এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কারের কাজ করা হয়। বাড়ি বাড়ি গিয়ে পৌর কর্মচারীগণ কীটনাশক স্প্রের পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গি থেকে কিভাবে মুক্তি পাবে তা নিয়ে সতর্ক করছেন। ডেঙ্গি বিজয় অভিযানের সঙ্গে যুক্ত থাকা পৌর কর্মচারীদের পৌরসভা সচিত্র পরিচয় পত্র তুলে দিয়েছে কাজের সুবিধার্থে।
advertisement
তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় জানান, “বিগত বছরগুলির ন্যায় এবারেও আগে থেকেই ডেঙ্গির বিরুদ্ধে প্রদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ড্রেন পরিস্কারের পাশাপাশি, ড্রেনগুলিতে ছাড়া হয়েছে গাপ্পি মাছ।”
তিনি আরও বলেন, “এছাড়াও শহরের প্রতিটি জায়গায় কীটনাশক স্প্রের পাশাপাশি শহরের কোথাও বৃষ্টির জল যাতে পারে সেদিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। এর পাশাপাশি পৌর নাগরিকগণকে ডেঙ্গির সতর্কতা সম্পর্কে সচেতন করার কাজ চলছে। আমরা আশাবাদী এবারও শহরে ডেঙ্গির প্রকোপ পড়বে না।”
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 7:49 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পৌর এলাকাকে ডেঙ্গি মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ তাম্রলিপ্ত পৌরসভার