East Medinipur News: শিকার উৎসবের কবল থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে বের হল ট্যাবলো

Last Updated:

শিকার উৎসবের সময় আদিবাসী শিকারীদের হাত থেকে বন্য জীবজন্তুকে রক্ষা করা বন দফতরের কাছে বড় চ্যালেঞ্জের।

+
title=

পূর্ব মেদিনীপুর: সরকার কড়া আইন করলেও বহু বন্যপ্রাণীর অস্তিত্ব সঙ্কট দেখা দিয়েছে। চোরাশিকারীদের উৎপাতে অনেকে বিলুপ্ত হওয়ার মুখে। আবার কিছু বন্যপ্রাণী পরিবেশ পরিবর্তনের ফলে অভিযোজন ঘটাতে না পেরে ক্রমশই এই প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে। এই পরিস্থিতিতে নির্বিচারে বন্যপ্রাণী নিধন হলে বিপদ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। কিন্তু এই সময় আদিবাসীরা শিকার উৎসব করে। এই উৎসব উপলক্ষে তারা নির্বিচারে বন্যপ্রাণী হত্যা করে। যদিও পরিবেশ রক্ষার স্বার্থে এবার শিকার উৎসবে বন্যপ্রাণ রক্ষার জন্য এগিয়ে এল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।
শিকার উৎসবের সময় আদিবাসী শিকারীদের হাত থেকে বন্য জীবজন্তুকে রক্ষা করা বন দফতরের কাছে বড় চ্যালেঞ্জের। গত কয়েক বছর ধরে অনেক চেষ্টা করেও শিকার উৎসব নিয়ে উন্মাদনা পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। তবে এই বছর আরও আগে থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য সক্রিয় হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর। আর তার জন্য তারা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
শিকারিদের হাত থেকে বন্য জীবজন্তুদের রক্ষা করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় বিশেষ ট্যাবলো বের করেছে বন দফতর। আগামী ১৫ দিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এই ট্যাবলো ঘুরে ঘুরে বন্যপ্রাণীদের রক্ষার বিষয়ে সাধারন মানুষকে সচেতন করবে। এই ট্যাবলো উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা ও জেলা বন বিভাগের আধিকারিক অনুপম খান। সকলের আশা এই যৌথ প্রচেষ্টায় কিছুটা হলেও কাজ হবে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: শিকার উৎসবের কবল থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে বের হল ট্যাবলো
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement