Purba Medinipur Kali Puja 2022 II অভাবের সংসারে ভরসা মা কালী প্রতিমা

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের উত্তর রায়তৌড়ি গ্রামে বেশ কয়েকটি কুমোর পরিবারের বাস। যাদের মূল জীবিকা হল মাটির হাঁড়ি কলসি তৈরি করা।

+
মূর্তি

মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পী শঙ্কর পাল 

#নন্দকুমার : অভাবের সংসারে ভরসা দেবী কালী প্রতিমা। সংসারে অভাব এই অভাব আরো বড় করে ফুটে উঠেছে করোনা মহামারীর পর। আর এই অভাবের সংসারে ভরসা যুগিয়ে চলছেন দেবী প্রতিমা। সামনেই কালীপুজো তাই জীবন জীবিকার জন্য কালী মায়ের মূর্তি গড়ছেন কুমোর পাড়ার মৃৎশিল্পীরা। এই কালী প্রতিমার মূর্তি খড়ের কাঠামোর ওপর মাটির প্রলেপ দিয়ে তৈরি হয় না। তৈরি হয় কাদামাটির তালকে ছাঁচে ফেলে রোদে শুকিয়ে। মূলত কুমোর পাড়ার মৃৎশিল্পীরাই এই ধরনের প্রতিমা বানিয়ে থাকেন।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের উত্তর রায়তৌড়ি গ্রামে বেশ কয়েকটি কুমোর পরিবারের বাস। যাদের মূল জীবিকা হল মাটির হাঁড়ি কলসি তৈরি করা। কিন্তু বর্তমান সময়ে মাটির পাত্রের চাহিদা কমেছে। ফলে আয় কমেছে। অনেকে আমার বয়সের ভারে এখন মাটির বিভিন্ন পাত্র তৈরি করতে পারেন না। ফলে তাদের জীবন জীবিকায় টান পড়ছে। এরকমই একজন মৃৎশিল্পী শংকর পাল। বয়সের ভারে এখন আর জিনিসপত্র তৈরি করতে পারে না। ফলে সংসারে অভাব।
advertisement
advertisement
তাই সংসারের অভাব মেটাতেই মাটির ছাঁচে ফেলে ছোট ছোট কালী প্রতিমা তৈরি করছেন। তিনি জানান, 'করোনা মহামারীর আগে কালী পূজার সময় প্রায় ২০০ টি ছোট প্রতিমা তৈরি করে নিজের হাতে বিক্রি করতাম। কিন্তু করোনা মহামারির কাল পার করে বিক্রি বাটা কমেছে এই ধরনের মূর্তির। মেরে কেটে একশটি প্রতিমা বিক্রি হয়।'
advertisement
আরও পড়ুনঃ মোবাইল টাওয়ার বসানোর নাম করে আর্থিক প্রতারণা! হল না শেষরক্ষা
জীবন জীবিকার প্রয়োজনে মাটির জিনিসপত্র বানানো ছেড়ে ওই এলাকার আরও কয়েকজন মৃৎশিল্পী বর্তমানে বিভিন্ন দেবদেবীর মাটির ছাঁচের প্রতিমা তৈরি করেন। কালী পূজার সময় কালী প্রতিমা, কোজাগরি লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী প্রতিমা। আবার সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবীর মূর্তিও তৈরি করেন তাঁরা। ছোট ছোট গণেশের মূর্তি সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি গড়েন শুধুমাত্র সংসারের অভাব মেটাতে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur Kali Puja 2022 II অভাবের সংসারে ভরসা মা কালী প্রতিমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement