কোলাঘাট: মোচা অর্থাৎ কলা গাছের ফুল। যা থেকে কলা হয়। সাধারণত কলাগাছে মোচা আসে কলা হওয়ার জন্য। কিন্তু একটি-দু'টি নয় একটি কলা গাছে ১২ টি মোচা, তাও আবার মাত্র ছয় ইঞ্চি লম্বা গাছে। কলাগাছ দেখা যায় না পশ্চিমবঙ্গে এমন একটি জায়গা খুঁজে পাওয়া খুবই বিরল। শহর কিংবা গ্রাম বাংলার সর্বত্রই কলাগাছ দেখা যায়। যে ধরনের কলাগাছ হোক না কেন কলাগাছে সাধারণত একটি করেই মোচা আসে।
সাধারণত পূর্ণবয়স্ক গাছেই কলার মোচা আসে। কিন্তু আপনাকে যদি বলা হয় একটি কলাগাছে বারোটি মোচা এসেছে আপনি হয়তো বিশ্বাস করবেন না। অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে। মাত্র ৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কলা গাছে বারোটি মোচা এসেছে। আর যা ঘিরে শোরগোল পড়েছে কোলাঘাট ব্লকের অন্তর্গত নিজ খয়রা গ্রামের বেরা পাড়ায়। এখানকারই এক বাসিন্দার পুকুরপাড়ে লাগানো কলাগাছে দেখা যায় খুব ছোট উচ্চতার গাছটিতে একসঙ্গে বারোটি মোচা এসেছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
গ্রামেগঞ্জে কলাগাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন স্থানে। তবে এই ব্যতিক্রমি কলাগাছ দেখবার জন্য মানুষ ভিড় জমাচ্ছেন কোলাঘাট ব্লকের অন্তর্গত নিজ খয়রা গ্রামে বেরা পাড়া এলাকায়। এই ব্যতিক্রমী কলা গাছটি উচ্চতায় মাত্র ৬ ইঞ্চি আর এই অবস্থাতেই মোচা ধরেছে গাছে। তবে একটা আধটা নয়। ছোট আকৃতির ১০ থেকে ১২ টি। অবিশ্বাস্য এই দৃশ্য দেখবার জন্য এখন ভিড় জমাচ্ছেন এলাকায়। এলাকার বয়স্ক ব্যক্তিরাও জানাচ্ছেন এমন কলাগাছ তাদের এই বয়সেও কখনও নজরে আসেনি।
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local news