Mid Day Meal: মাংস থাকছে তো মিড ডে মিলে, কেমন পরিবেশে রান্না হচ্ছে? স্কুলে স্কুলে গিয়ে সরকারের নজরদারি

Last Updated:

মিড ডে মিলের রান্না কেমন হচ্ছে? সরকারের নির্দেশ মেনে ঠিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে তো? পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে আসার আগেই আসরের নামল নবান্ন। স্কুলে যাচ্ছে বিশেষ পরিদর্শক টিম

+
স্কুলে

স্কুলে নবান্নের দল

পূর্ব মেদিনীপুর: মিড-ডে মিল নিয়ে কেন্দ্রীয় দল আসার আগেই তৎপর রাজ্য। সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্কুলের মিড ডে মিলের রান্নায় টিকটিকি, সাপ পাওয়া গিয়েছে! যার ফলে মিড ডে মিল ব্যবস্থা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে স্কুলগুলো মিড ডে মিলে নির্দেশিকা মেনে খাবার দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যের স্কুল ইন্সপেক্টররা সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন।
বিদ্যালয় পরিদর্শকরা হঠাৎ স্কুলে হাজির হয়ে ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা মিড ডে মিল কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা হয়েছে তা স্বচক্ষে খতিয়ে দেখছেন। সেইসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বাসনে তা পরিবেশন করা হচ্ছে কিনা, খাবারের মান কেমন এইসব খতিয়ে দেখছেন। রাজ্য সরকার সম্প্রতি মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়ে আরও পুষ্টিকর খাবার দেওয়ার যে নির্দেশিকা জারি করেছে, সেটা কতটা মানা হচ্ছে সেটাও এই পরিদর্শকরা খতিয়ে দেখছেন। রাজ্যের অন্যান্য জায়গার মত পূর্ব মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে এই পরিদর্শনের কাজ। ১৬ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে যাওয়া শুরু করেছেন স্কুল ইন্সপেক্টররা।
advertisement
advertisement
রাজ্য সরকার থেকে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মিড ডে মিলের নতুন খাদ্য তালিকা ঘোষণা করেছে। ছাত্র-ছাত্রীদের পুষ্টিযুক্ত খাবার দিতে সপ্তাহে দু'দিন ডিম ও একদিন চিকেন দিতে বলা হয়েছে মিড ডে মিলে। স্কুলে স্কুলে সেই নির্দেশিকা মেনে মিড ডে মিল রান্নার কাজ চালু হয়েছে। এরই মধ্যে কয়েক জায়গা থেকে অভিযোগ এসেছে, সরকারের নির্দেশ সত্ত্বেও পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না মিড ডে মিলে। তাই এই সমস্ত বিষয় একসঙ্গে খতিয়ে দেখতেই এই বিশেষ অভিযান রাজ্য স্কুল শিক্ষা দফতরের।
advertisement
এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ সরকার বলেন, "জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের দুপুরের খাবার অর্থাৎ মিড ডে মিল স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রান্না করা হচ্ছে কিনা বা পরিবেশন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।" মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে এই পরিদর্শনের কাজ আপাতত চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Mid Day Meal: মাংস থাকছে তো মিড ডে মিলে, কেমন পরিবেশে রান্না হচ্ছে? স্কুলে স্কুলে গিয়ে সরকারের নজরদারি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement