Gangasagar Mela: নদীর চরে আটকে গেল ভেসেল! গঙ্গাসাগর থেকে ফেরার পথে আর কী কী বিপত্তি

Last Updated:

গঙ্গাসাগর থেকে ফেরার পথে ভয়ঙ্কর বিপদের মুখে পুণ্যার্থীরা। দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন

নামাতে হল উপকূল রক্ষীবাহিনী
নামাতে হল উপকূল রক্ষীবাহিনী
গঙ্গাসাগর: মকর সংক্রান্তি সেরে বাড়ি ফেরার পথে বিপত্তি। গঙ্গাসাগর ফেরত তীর্থযাত্রীদের ভেসেল আটকে গেল নদীর চরে। এদিকে ঘন কুয়াশার কারণে কচুবেড়িয়ায় বন্ধ করে দিতে হয় লঞ্চ, ভেসেল পরিষেবা। ফলে সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা। এই পুণ্যার্থীদের উদ্ধারের জন্য নামানো হল উপকূলরক্ষী বাহিনীকে।
গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নান শেষ হয়ে গিয়েছে। সোমবার থেকেই তীর্থযাত্রীদের বাড়ি ফেরার পালা শুরু হয়েছে। কিন্তু রবিবার রাত থেকেই গঙ্গাসাগরে ব্যাপক কুয়াশার দাপট। ফলে বন্ধ হয়ে যায় লঞ্চ ও ভেসেল পরিষেবা। তাই বন্ধ থাকে ফেরি সার্ভিস। ফলে কচুবেড়িয়া লট-৮, কচুবেড়িয়া-বেনুবন পয়েন্ট থেকে লঞ্চ বা ভেসেল পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জাানিয়ে দেয় প্রশাসন।
advertisement
সোমবার ভোরে কচুবেড়িয়া ফেরি ঘাট থেকে দুটি ভেসেল ৫০০ পুণ্যার্থীকে নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্য রওনা দেয় । কিন্তু মুড়িগঙ্গায় ঘন কুয়াশা থাকায় ভেসেল দুটি দিকভ্রষ্ট হয়ে মুড়িগঙ্গার চরায় আটকে যায়। এতে চরম ভোগান্তির শিকার হন পুণ্যার্থীরা। পরে উপকূলরক্ষী বাহিনী এসে আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করে। এরপরই কুয়াশার মধ্যে ফেরি সার্ভিস না চালানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
advertisement
advertisement
এতে বিপাকে পড়েন গঙ্গাসাগর ফেরত হাজার হাজার পুণ্যার্থী। অনেকে বাফার জোনে আটকে পড়েন। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে সেই অপেক্ষায় তীর্থযাত্রীরা। এর আগে শাহি স্নান শুরুর দিন, অর্থাৎ শনিবার‌ও ঠিক একই ঘটনা ঘটে। সেদিনও ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস
advertisement
ফলে বহু পুণ্যার্থী শাহি স্নান শুরুর আগে গঙ্গাসাগরে গিয়ে পৌঁছতে পারেননি।
এই বছর গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হয়েছিল। পাশাপাশি ই-স্নানেও মিলেছে ব্যাপক সাড়া। দীর্ঘক্ষণ পর আবহাওয়ার উন্নতি হলে ভেসেল পরিষেবা পুনরায় চালু করা হয়।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela: নদীর চরে আটকে গেল ভেসেল! গঙ্গাসাগর থেকে ফেরার পথে আর কী কী বিপত্তি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement