ভয়াবহ বিস্ফোরণের পর ফের আতঙ্ক এগরায়! তল্লাশি চালিয়ে যা এল পুলিশের হাতে ,চলছে অভিযান

Last Updated:

এগরা বিস্ফোরণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উদ্ধার এগরা থেকেই উদ্ধার বাজি ও বোমা তৈরির সরঞ্জাম। 

+
এগরা

এগরা থানা 

এগরা: এগরা বিস্ফোরণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উদ্ধার এগরা থেকেই উদ্ধার বাজি ও বোমা তৈরির সরঞ্জাম। এগরা বিধানসভার খাদিকুল গ্রামের ভয়াবহ বিস্ফোরণের পর দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সি আই ডি। এগরা বিস্ফোরণের উপর রাজ্য জুড়ে অবৈধ বাজি কারখানার গুলিতে পুলিশি অভিযান চলছে। এরই মধ্যে এগরা ২ ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়াদা গ্রামে একটি ডোবা থেকে উদ্ধার হয় ৭ বস্তা বারুদ ও বোমা তৈরির মশলা।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেয় এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক ব্যক্তির ডোবা পুকুর থেকে ওই ৭ বস্তা বারুদ ও বোমা তৈরির মশলা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এত পরিমাণ মশলা কীভাবে এল তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এ বিষয়ে এগরা থানা সূত্রে জানা যায়, এগরায় খাদিকুলে ঘটনার পর বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চলছে। গ্রেফতারে ভয়ে গভীর রাতে স্থানীয় একটি ডোবাতে ফেলে দিয়ে পালায়। উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি কয়েকদিন আগে এগরা খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে মালিক সহ ১২ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণ পর রাজ্য রাজনীতির এপিক সেন্টার হয়ে উঠেছে এগরা। এগরা বিস্ফোরণকাণ্ডের পর এগরা থানা কর্তব্যরত আইসি মৌসম চক্রবর্তীকে শোকজ ও পরবর্তীকালে বদলি করা হয়েছে। এই ঘটনায় তদন্ত ভার রাজ্য গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডিকে তুলে দেওয়া হয়। এরপর সেই রেশ কাটতে না কাটতে ফের আবার ভয়াবহ বিস্ফোরণ হয় বজবজের বাজির কারখানায়।
advertisement
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরনে প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে প্রতিটি থানা এলাকায় অবৈধ বাজি কারবারিদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে বাজি তৈরির সাজ সরঞ্জাম ও বারুদ উদ্ধার করেছে। এদিন এগরা থানা দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়াদা গ্রামে ফাঁকা মাঠে অবস্থিত একটি ডোবা থেকে ৭ বস্তা বাজি তৈরির বারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
ভয়াবহ বিস্ফোরণের পর ফের আতঙ্ক এগরায়! তল্লাশি চালিয়ে যা এল পুলিশের হাতে ,চলছে অভিযান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement