East Midnapore News: রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে! নাবালক সন্তানদের সামনেই যা ঘটল, থানায় ছুটলেন মহিলা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by: PANKAJ DASHRATHI
Last Updated:
East Midnapore News: চাঞ্চল্য ছড়াল পটাশপুরে। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
পটাশপুর: রাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে নাবালক ছেলেদের সামনে মহিলাকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পটাশপুরে। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ফেরার আরও এক অভিযুক্ত।পটাশপুরের কলমাঘাট এলাকার ঘটনা।
গত ১৭ মে রাতে ঘটনা ঘটে। গত রবিবার পটাশপুর থানায় তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন মহিলা। পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে কলমাঘাট গ্রামের শেখ সিদ্দিক ও শেখ কাশেম নামে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। সোমবার কাঁথি মহাকুমার আদালতে তোলা হলে বিচারক ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও এখনও ফেরার আরও এক অভিযুক্ত যুবক। গণধর্ষণের ঘটনায় ধৃতদের দাবি তাদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
advertisement
advertisement
পঙ্কজ দাশরথী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 8:32 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Midnapore News: রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে! নাবালক সন্তানদের সামনেই যা ঘটল, থানায় ছুটলেন মহিলা