East Medinipur News: বেকার যুবক-যুবতীর জন্য অভিনব উদ্যোগ, খুঁজে পাচ্ছে স্বনির্ভরতার দিশা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
গ্রামের অর্থনীতির হাল ফেরাতে মাছ চাষে সম্প্রসারণ এর উদ্যোগী প্রশাসন।
নন্দীগ্রাম: গ্রামের অর্থনীতির হাল ফেরাতে মাছ চাষে সম্প্রসারণ এর উদ্যোগী প্রশাসন। মাছ চাষের মধ্যে গ্রামের বেকার যুবক-যুবতীর আর্থিক স্বনির্ভরতা পৌঁছে দেওয়ার প্রয়াস নন্দীগ্রাম ১ ব্লকের। প্রান্তিক মাছ চাষিদের নিয়ে ছোট ছোট দল গঠন করে মৎস্য সম্প্রসারনের উদ্যোগী ব্লক মৎস্য বিভাগ। মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু প্রত্যন্ত গ্রাম এলাকায় গিয়ে মাছ চাষিদের বাড়ির ওঠোনে বসে মাছ চাষিদের সঙ্গে মত বিনিময় ও সরকারি প্রকল্পের বিষয়ে বুঝিয়ে বলছেন।
মাছ চাষিদের নিয়ে গঠিত হচ্ছে মৎস্য উৎপাদক গোষ্ঠী। ব্লক মৎস্য বিভাগের এমন অভিনব উদ্যোগে সাধারণ মাছ চাষিদের মধ্যে বেশ আশা উদ্দিপনার সঞ্চার হচ্ছে। পরিকল্পিত মাছ চাষে উৎসাহীত হচ্ছে। এমন উদ্যোগে নতুন প্রজন্মের বেকার যুবক মাছকে কেন্দ্র করে স্বনির্ভরতার দিশা খুঁজে পাচ্ছে। প্রান্তিক মৎস্য চাষীদের সঙ্গে এরূপ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হল নন্দীগ্রামের নদী তীরবর্তী নাকচিরাচর গ্রামে।
advertisement
advertisement
বৈঠকে উঠে আসে বর্তমানে ভেনামি চিংড়ি চাষে মন্দা দেখা দিয়েছে। তা প্রতিকারের উপায় বাতলে দেয় মৎস্য সম্প্রসারণ আধিকারিক। মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। নোনা জলে শুধুমাত্র ভেনামী বা মিস্টিজলে শুধুমাত্র কার্পজাতীয় মাছ চাষ না করে অন্যান্য লাভজনক মাছ চাষেও চাষিদের এগিয়ে আসার আহবান জানান তিনি। মৎস্য দপ্তর এবং মৎস্য খামারীদের সমন্বিত প্রচেষ্টায় সকল সমস্যা কাটিয়ে মাছ চাষে আরও সমৃদ্ধ করে উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন।
advertisement
প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় বৈঠকে প্রধান মন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, মৎস্যজীবী নিবন্ধীকরন, মৎস্যজীবী বিমা, মৎস্যজীবি ক্রেডিট কার্ড, কোষ্টাল অ্যাকুয়াকালচার রেজিস্ট্রেশান সহ সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। একেবারে বাড়ির উঠোন মাছের ভেড়ির পাশে এমন আলোচনা সভা অনুষ্টিত হওয়ায় উপস্থিত মাছ চাষি প্রকাশ চন্দ্র গিরি, সন্দিপ ওঝা, এবং বাবুল গিরি সহ অন্যান্য প্রান্তিক মাছ চাষীরা খুশি। তারা জানান এতে করে তাদের মাছ চাষের ক্ষেত্রে যেমন সুবিধা হবে তেমনি গ্রামের বেকার যুবক-যুবতী মাছ চাষে পেশা হিসেবে গ্রহণ করলে তারাও লাভবান হবে।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 7:38 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বেকার যুবক-যুবতীর জন্য অভিনব উদ্যোগ, খুঁজে পাচ্ছে স্বনির্ভরতার দিশা