WB Panchayat Election 2023: বোমাবাজি, ভাঙচুর চলছে নিত্যদিন, কেন্দ্রীয় বাহিনী টহলের পরেই অন্য চিত্র ময়নায়
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
West Bengal Panchayat Election 2023: ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিনই ছোট বড় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। আর তাতে ভীত সন্ত্রস্ত্র সাধারণ ভোটাররা। অবশেষে এলাকায় কেন্দ্র বাহিনীর টহলে তাদের সেই ভয় কাটল।
ময়না: এবারের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিন থেকে কমিশন হাইকোর্টে বারবার বিভিন্ন মামলায় জড়িয়েছে। যার মধ্যে অন্যতম ছিল এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা। এই কেন্দ্রীয় বাহিনী আশা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে কমিশন ও হাইকোর্টের মধ্যে। টালবাহানার পর অবশেষে রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেয়।
রাজ্যে ভোটের জন্য এসেছে ৮৪৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আসার পর থেকেই স্পর্শকাতর অতি স্পর্শ কাতর ও সাধারণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় কেন্দ্রীয় বাহিনী আসার পর থেকেই ভোটারদের মনোবল অনেকটাই ফিরে এসেছে বলে জানান সাধারণ মানুষ। কারণ পূর্ব মেদিনীপুর জেলার ময়না রাজনৈতিক হিংসার কারণে খবর শিরোনামে। বিশেষ করে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিনই ছোট বড় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। আর তাতে ভীত সাধারণ ভোটাররা। অবশেষে এলাকায় কেন্দ্র বাহিনীর টহলে তাদের সেই ভয় কাটল।
advertisement
advertisement
৮ জুলাই সকাল থেকে শুরু হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুধু এলাকা পরিদর্শন নয় সাধারণ মানুষের সঙ্গেও তারা কথা বলছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করছে ভোটের দিন নির্ভয়ে ভোট দান কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য। আর এটিই কিছুটা মনোবল ফিরে পাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এরকমই ময়নার কয়েকজন জানান, প্রতিদিন বোমাবাজির ঘটনা ঘটছে, ঘর থেকে বের হতে তারা ভয় পাচ্ছেন। কিন্তু কেন্দ্র বাহিনী আসতেই ভয় অনেকটা কেটেছে তাদের।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 7:31 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
WB Panchayat Election 2023: বোমাবাজি, ভাঙচুর চলছে নিত্যদিন, কেন্দ্রীয় বাহিনী টহলের পরেই অন্য চিত্র ময়নায়