East Medinipur News- জমিদার থেকে গ্রামবাসী, হাত বদল হলেও জৌলুস কমেনি ময়না নতুন পুকুর চণ্ডীপুজোর 

Last Updated:

জমিদারের কাছ থেকে পয়সার বিনিময়ে নতুন পুকুর ভান্ডার চণ্ডী মন্দিরের পুজোর পরিচালনার ভার গ্রহণ করে গ্রামবাসীরা

+
ময়নার

ময়নার নতুন পুকুর চণ্ডীপুজো

#ময়না: জমিদার আমলের পুজো বর্তমানে গ্রামবাসীরা পরিচালনা করছে। শতাধিক বছরের বেশী প্রাচীন চণ্ডী পুজো হাত বদল হলেও, জৌলুসে ভাটা পড়েনি বরং উত্তরোত্তর আরো বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নতুন পুকুর ভান্ডার চণ্ডী মন্দিরের চণ্ডী পুজো প্রতিবছর চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী থেকে শুরু হয়। ধুমধাম এর সঙ্গে দশমী পর্যন্ত পুজো হয়। কথিত আছে, স্থানীয় জমিদার যামিনী মল্লিক এই চণ্ডী পুজোর প্রচলন করেন। একসময় এই মন্দির এলাকা ছিল ঘন ঝোপঝাড়ে ঢাকা। মন্দির সংলগ্ন পুকুরও ছিল ঘন ঝোপঝাড় এবং আগাছায় ভর্তি।
জানা যায়, এই পুকুর সংস্কারের পর জমিদার মহিয়সীর নাম অনুসারে নতুন পুকুর নাম রাখা হয়। একসময় এই মন্দির ডাকাতদের আখড়া হয়ে উঠেছিল। কিন্তু বর্তমান সময়ে দিন যত এগিয়েছে বদলে গিয়েছে প্রাচীন পরিবেশ। মন্দিরের চারপাশ সুন্দর করে সাজিয়ে তুলেছে গ্রামের লোকজন। বর্তমান পুজো পরিচালনা কমিটির এক সদস্যের কথা অনুযায়ী, জমিদারের কাছ থেকে পয়সার বিনিময়ে এই পুজোর দায়ভার গ্রহণ করে গ্রামবাসীরা। সেই থেকে গ্রামবাসীরা প্রতিবছর এই চণ্ডী পুজোর আয়োজন করে। করোনার কারণে এই পুজোয় ব্যাঘাত ঘটে। জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই নিয়ম-রক্ষার পুজো হয়েছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাব কাটিয়ে আবার মহা ধুমধাম এর সঙ্গে পুজোর আয়োজন করেছে পুজো কমিটির সদস্য তথা গ্রামবাসীরা। ষষ্ঠী থেকে শুরু হয়েছে পুজো, অষ্টমী অর্থাৎ শনিবার প্রায় ১৫ হাজার থেকে ১৬ হাজার মানুষের ভোগের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়। বছরের অন্যান্য সময় নিত্য পুজোর পাশাপাশি বিভিন্ন তিথিতে হয় ময়নার নতুন পুকুর ভান্ডার চণ্ডী মন্দিরে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- জমিদার থেকে গ্রামবাসী, হাত বদল হলেও জৌলুস কমেনি ময়না নতুন পুকুর চণ্ডীপুজোর 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement