East Medinipur News: কংগ্রেসের সভাপতি হয়ে সুভাষ তমলুকে গিয়ে আমবাগানে জনসভা করেন!

Last Updated:

কংগ্রেস সভাপতি নির্বাচিত হ‌ওয়ারর পর দেশজুড়ে জেলা সফরে বেরিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এই বাংলার অবিভক্ত মেদিনীপুরের তমলুকে গিয়ে তিনি আমবাগানে রাতের অন্ধকারে হ্যাজাক জ্বেলে জনসভা করতে বাধ্য হয়েছিলেন

+
title=

পূর্ব মেদিনীপুর: ১৯৩৭ সালে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর গান্ধীজির ভাবধারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে জেলা সফর শুরু করেছিলেন সুভাষচন্দ্র বসু। বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় গিয়ে জনসভা করছিলেন। সেই তালিকা থেকে যথারীতি বাদ যায়নি বাংলা‌ও। ১৯৩৮ সালের ১১ এপ্রিল অবিভক্ত মেদিনীপুর জেলার তমলুক এসেছিলেন তিনি। জনসভা করার পাশাপাশি তমলুকের বর্গভীমা মন্দির, তাম্রলিপ্ত পুরসভা, রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। তমলুকের কংগ্রেস নেতা সতীশ চক্রবর্তীর বাড়িতে রাত্রিবাস করেছিলেন।
তমলুকে আসার জন্য সেবার নেতাজি ট্রেনে করে পাঁশকুড়া স্টেশনে নামেন। তারপর ফোর্ড গাড়িতে চড়ে সড়ক পথে তমলুক এসে পৌঁছন। প্রথমে ঠিক হয়েছিল তমলুকে সুভাষের জনসভা রাখাল গ্রাউন্ডে হবে। কিন্তু ব্রিটিশ পুলিশের বিরোধিতায় সেখানে জনসভা হয়নি। এমনকি সুভাষচন্দ্র বসু যাতে তমলুকের কোথাউ‌ই জনসভা করতে না পারেন তার জন্য সচেষ্ট হয়েছিল ব্রিটিশ পুলিশ। তমলুক মহাকুমার কংগ্রেস নেতারা জনসভা সফল করার মরিয়া প্রচেষ্টা চালান। সেই সময় এগিয়ে আসেন তাম্রলিপ্ত নগরীর রাজা সুরেন্দ্রনারায়ণ রায়। তিনি রাজবাড়ির অন্দরমহলের খোসরঙের আমবাগান পরিষ্কার করে জনসভার জায়গা করে দেন। সন্ধের অন্ধকারে হ্যাজাকের আলোয় সেখানেই জনসভা করেছিলেন নেতাজি।
advertisement
advertisement
সেই তমলুক সফরে বর্গভীমা মন্দিরে গিয়ে মায়ের পায়ে দেশের মুক্তি কামনায় পুজো দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দক্ষিণা স্বরূপ সেবায়েতকে ৫ টাকা দিয়েছিলেন তিনি। রামকৃষ্ণ মিশন ঘুরে দেখে কর্তৃপক্ষের প্রশংসা করেছিলেন। যা আজও রামকৃষ্ণ মিশনের রেজিস্টারে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাক্ষর সহ সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে।
advertisement
তমলুক পুরসভায় গিয়ে নেতাজি যে চেয়ারে বসে ছিলেন সেটি আজও যত্ন করে রাখা আছে। ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তমলুক পুরসভা এই বছরও সেই চেয়ারটি যথাযোগ্য মর্যাদায় সাজিয়ে সকলের সামনে নিয়ে এসেছে। তমলুকের আমবাগানে জনসভার পরের দিন নেতাজি কাঁথির উদ্দেশ্যে রওনা দেন।
বর্তমানে তাম্রলিপ্ত পুরসভা ও নেতাজি প্রেমীদের উদ্যোগে তমলুকের যেসব জায়গাগুলি সুভাষচন্দ্র বসু পরিদর্শন করেছিলেন, সেই সকল স্থানে নেতাজির মূর্তি ও স্মৃতিফলক বসানো হয়েছে। প্রতিবছর নেতাজীর জন্মদিনে তাম্রলিপ্ত পুরসভার উদ্যোগে যথাযথভাবে নেতাজি মূর্তিতে মাল্যদান ও নানান অনুষ্ঠান আয়োজন করা হয়।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কংগ্রেসের সভাপতি হয়ে সুভাষ তমলুকে গিয়ে আমবাগানে জনসভা করেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement