Medinipur News :  ভিন রাজ্যে বাজবে 'বাংলার ঢাক'! শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঢাকিরা

Last Updated:

  Medinipur News : ঢাক ও ঢাকি ছাড়া মায়ের পুজো সম্ভব নয়! শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ঢাকিরা! এ এক অন্য পুজোর ছোঁয়া!

+
ঢাকিরা

ঢাকিরা প্রস্তুত পুজোয় ঢাক বাজাতে। 

#পূর্ব মেদিনীপুর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দোরগোড়ায়। সেজে উঠেছে প্রকৃতি। শরতের নীল আকাশের বুকে সাদা নিখিল আসা-যাওয়া ও কাশফুল আগমনীর বার্তা দিচ্ছে। শরতের প্রকৃতি দেখলেই উৎসবের মেজাজ যেন দ্বিগুণ বেড়ে যায়। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঢাকের আওয়াজ ছাড়া সম্ভব না।
দুর্গাপূজা আসতেই খুশির বার্তা নিয়ে এল ঢাকিপাড়ায়। পরপর দু'বছর করোনা কারণে দুর্গা পূজা হলেও খুশি কার্যত অধরা ছিল ঢাকিপাড়ায়। কোভিড বিধি মেনে শেষ দু বছর দুর্গাপুজো হয়েছে তাই পূর্ব মেদিনীপুর জেলার ঢাকিরা ভিন রাজ্যে বা বিদেশে পুজোতে ঢাক বাজানোর জন্য পাড়ি দিতে পারেনি। তবে এ বছরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ভিন রাজ্য সহ নেপাল, ভুটান থেকে পুজোয় ঢাক বাজানোর জন্য ডাক পেয়েছেন ওরা। ফলে এক বছর আগে তুলে রাখা ঢাক নামিয়ে শেষবারের মতো প্রস্তুতি সেরে নিয়েছে ঢাকিরা।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কেলোমাল গ্রামের ঢাকিরা কেউ জেলার মধ্যে কেউবা রাজ্যের মধ্যে আবার কেউ মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর সহ নেপাল ভুটানে দুর্গা পুজোয় ঢাক বাজানোর বরাত পেয়েছেন। দুর্গা পুজোয় ঢাক বাজাতে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত ঢাকিরা। বাইরে ঢাক বাজাতে গেলে আয় হয় বেশি। করনের কারণে বাইরে ঢাক বাজাতে যেতে পারিনি, কিন্তু এবার সেই পরিস্থিতি নেই ফলে খুশির হাওয়া ঢাকি পাড়ায়।
advertisement
advertisement
এক বছর আগে তুলে রাখা ঢাক নামিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন ঢাকিরা। ঢাকের চামড়া রোদে শুকিয়ে টান টান করে বেঁধে ঝালিয়ে নিচ্ছেন ঢাকগুলো। করোনা অতিমারির পর আবার যে উৎসবের মেজাজ। করোনা অতিমারি যে উৎসবের আমেজ ফিকে করে দিয়েছিল তা ফিরে আসতে চলেছে। মন্ডপে গিয়ে ঢাক বাজানো হয়নি অনেককাল। ঢাকি পাড়ার ঢাকিরা প্রস্তুত পুজোর কয়েকটা দিন নিজের ঢাকের আওয়াজ তুলতে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Medinipur News :  ভিন রাজ্যে বাজবে 'বাংলার ঢাক'! শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঢাকিরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement