East Medinipur News: হাম ও রুবেলার টিকাকরণে পূর্ব মেদিনীপুরের দুই স্বাস্থ্য জেলা প্রথম ও দ্বিতীয়

Last Updated:

হাম ও রুবেলার টিকাকরণে সারা রাজ্যের মধ্যে তাক লাগানো সাফল্য পূর্ব মেদিনীপুরের। এখানকার দুই স্বাস্থ্য জেলাই সবচেয়ে ভাল ফল করেছে।

+
title=

পূর্ব মেদিনীপুর: হাম ও রুবেলার টিকাকরণে রাজ্যের জেলাগুলিতে মধ্যে একেবারে প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর। এই জেলায় দুটি স্বাস্থ্য জেলা আছে- নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা এই টিকাকরণ লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ‌ই সেরে ফেলেছে। ৮ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের হাম ও রুবেলা থেকে বাঁচাতে এই টিকাকরণ কর্মসূচি গত ৯ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে। শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
সদ্যোজাত থেকে ১৫ বছর বয়সীদের কেউ যাতে টিকাকরণ থেকে বাদ না যায় সে জন্য নির্দেশিকা ছিল স্বাস্থ্যভবনের। আর এই টিকাকরনকে সফল করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আর তাতেই এসেছে সাফল্য।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১২ লক্ষ ৩৬ হাজার ৬৮২ জনকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত পূর্ব মেদনীপুর জেলা সেই লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছে। পূর্ব মেদিনীপুর জেলায় ৯৯ শতাংশ ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন হয়েছে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি জানিয়েছেন, "রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী ভ্যাকসিনেশনের ক্ষেত্রে গোটা রাজ্যের মধ্যে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা প্রথম ও পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা দ্বিতীয় স্থানে আছে। এই জেলার মানুষ সচেতন। ফলে হাম ও রুবেলার ভ্যাকসিনেশন আমরা ১০০ শতাংশই সম্পন্ন করব।"
advertisement
ঘটনা হল, সারাদেশে হাম ও রুবেলায় যতজন আক্রান্ত হন তার ৪০ থেকে ৫০ শতাংশ রোগীই পশ্চিমবঙ্গের। এই পরিস্থিতির বদল ঘটাতেই বিশেষ টিকাকরণ অভিযান শুরু করে রাজ্য সরকার।
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: হাম ও রুবেলার টিকাকরণে পূর্ব মেদিনীপুরের দুই স্বাস্থ্য জেলা প্রথম ও দ্বিতীয়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement