Murshidabad News: মুর্শিদাবাদে বিপুল জাল নোট সহ ধৃত ৩
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জল নোট কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পুলিশ। ফারাক্কা থেকে বিপুল জাল নোট সহ ধরা পড়ল তিনজন।
মুর্শিদাবাদ: জেলায় ফের জাল নোট উদ্ধার। পাচারের আগেই প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। একটি মটর সাইকেল সহ গ্রেফতার করা হল তিনজনকে। বৃহস্পতিবার গভীর রাতে বাইকে করে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় ফারাক্কার ঘোড়াইপাড়া সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এই অভিযানটি চালায় রাজ্য পুলিশের এসটিএফ ও ফারাক্কা থানার যৌথ টিম।
এদিকে তিনজন গ্রেফতার হয়েছে জানালেও তাদের পরিচয় তদন্তের স্বার্থে জানাতে চায়নি পুলিশ। সম্প্রতি জাল নোট পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে জঙ্গিপুর জেলা পুলিশ। বিপুল পরিমাণ চাল নোট উদ্ধার করেছিল। সেই ঘটনায় সুতির বাসিন্দা আব্দুল আলিম শেখ নামে একজনকে গ্রেফতারও করে। ধৃতের কাছ থেকে মোট ৯ টি বাইক উদ্ধার করা হয়। কী কারণে এতগুলো বাইক রাখা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
advertisement
উল্লেখ্য, মুর্শিদাবাদ ও মালদহে বরাবরই জাল নোটের ব্যাপক রমরমা। ২০১৬ সালের নোট বন্দিও পরিস্থিতি বদলাতে পারেনি। আর তাতে প্রবল চিন্তিত পুলিশ প্রশাসন। একের পর এক অভিযানে জাল নোট উদ্ধার হলেও এই কারবার বন্ধ করা যাচ্ছে না বলে যথেষ্ট চিন্তা আছে পুলিশের শীর্ষমহলে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 7:42 PM IST