Lakshmi Puja 2023: লক্ষ্মীপুজোতেও থিম, গ্র্যান্ড লিজবোয়া'র ভেতর লালকেল্লা!
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও থিমের রমরমা! পাঁশকুড়ায় গ্র্যান্ড লিজবোয়ার আদলে তৈরি হচ্ছে লক্ষ্মীপুজোর মণ্ডপ
পূর্ব মেদিনীপুর: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো সবে শেষ হয়েছে, কিন্তু উৎসবের শেষ নেই। রাত ফুরোলেই আরেক উৎসব লক্ষ্মীপুজো। তার কিছুদিনের মধ্যেই এসে হাজির হবে দীপাবলি অর্থাৎ কালী পুজো। তাইতো বলা হয় বাংলায় বারো মাসে তেরো পার্বণ। পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বারোয়ারি কোজাগরি লক্ষ্মীপুজোর প্রচলন আছে। অনেক জায়গায় দুর্গাপুজোর থেকেও বেশি জাঁকজমক সহকারে লক্ষ্মীপুজো হয়। সেখানে থিমের প্রচলনও আছে। পাঁশকুড়ার গোগ্রাসে বারোয়ারি কোজাগরী লক্ষ্মীপুজোর এবারের থিম গ্র্যান্ড লিজবোয়া’র ভেতর দিল্লির লালকেল্লা!
গোগ্ৰাস বাগিচা এলাকায় ঘোষাল বাড়ি সবুজ সংঘের লক্ষ্মীপুজোর থিম দিল্লির লালকেল্লা। আর মণ্ডপ তৈরি হচ্ছে গ্যান্ড লিজবোয়া’র আদলে। এই পুজো এবার ৩০ তম বর্ষে পা দিয়েছে। দুর্গাপুজোর পর মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে মণ্ডপ তৈরি করতে হাওয়ায় এই মুহূর্তে জোরকদমে কাজ চলছে।
advertisement
advertisement
এখানে কোজাগরী লক্ষ্মীপুজোর বিশেষ আকর্ষণ প্রতিমা। পুজো কমিটির কর্মকর্তারা জানান, পরিবেশের কথা মাথায় রেখে তাঁরা এবার পাটকাঠি ও হোগলা দিয়ে দিল্লির লালকেল্লা তৈরি করছেন। মণ্ডপের থিম গ্র্যান্ড লিজবোয়া, যা আসে পাশের দর্শনার্থীদের আকৃষ্ট করে তুলবে। পুজো কমিটির সদস্যরা নিজেরাই এখানে মণ্ডপ নির্মাণ করছেন। এই পুজোর বাজেট ৫ লক্ষ টাকা। আশেপাশের বেশ কয়েকটি গ্রাম মিলে এই কোজাগরি লক্ষ্মীপুজো করে।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2023 1:58 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Lakshmi Puja 2023: লক্ষ্মীপুজোতেও থিম, গ্র্যান্ড লিজবোয়া'র ভেতর লালকেল্লা!






