নন্দীগ্রাম: গ্রাম বাংলার নদনদী খাল বিল পুকুর ডোবাতে পাওয়া যেত বিভিন্ন ধরনের জিওল মাছ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লুপ্তপ্রায় শিঙি, মাগুর ও কই সহ বিভিন্ন ধরনের জিওল মাছ। সরকারি উদ্যোগে আবার এই ধরনের মাছ চাষে জোর দেওয়া হয়েছে। মিষ্টি জলে অন্যান্য মাছের চাষের সঙ্গে সঙ্গে জিওল মাছ চাষের আগ্রহ বাড়াতে ব্লক মৎস্য দফতর থেকে দেওয়া হল শিঙি মাছের চারা।
নন্দীগ্রাম-১ ব্লক এলাকার মিষ্টি ও নোনাজলের খামারগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করছেন নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক। ব্লক মৎস্য দফতরের উদ্যোগে মাছ ও চিংড়ি চাষিদের তালিকা করে সংগঠিত ভাবে দল গঠন করে বিজ্ঞানসম্মত মাছ চাষের সচেতনতা দেওয়া হচ্ছে। মিষ্টি জল ও নোনাজল উভয় চাষের ক্ষেত্রে মাছ চাষিদের সার্বিক উন্নয়নে প্রয়াসী মৎস্য বিভাগ। নোনাজলে মাছ চাষে ভেনামীর চাষে বাগদা হারিয়ে যেতে বসেছে। আবার মিষ্টি জলের পুকুর ডোবায় জিওল মাছ শিঙি। নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যবিভাগে বাগদা ও জিওল মাছ শিঙি বিনামূল্যে বিতরণ করা হল।
কুড়ি জন জিওল মাছের চাষিদের মধ্যে বিতরন করা হয়। ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য বিভাগের কার্যালয়ে উপস্থিত চাষিদের মাছ ও চিংড়ি চাষের বিষয়ে এবং কিভাবে মাছ চিংড়ি পুকুরে ছাড়তে হবে তা বিষদে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি, কর্মাধ্যক্ষ মৌসুমি পানি সহ বিশিষ্টজনেরা। জিওল মাছ চাষি মাধবপুর গ্রামের তুলসি চরন দাস, নাকচিরাচর গ্রামের পশুপতি বর্মন প্রভৃতিরা বলেন, ব্লকের মৎস্য আধিকারিক আমাদের পুকুর গুলি পরিদর্শন করেছিলেন তার সাথে আমাদের জীওল মাছ চাষে প্রশিক্ষনও দিলেন। জিওল মাছ চাষি মোসারোফ হোসেন, সেখ মান্নান সহ অন্যান্য চাষিরা শিঙি মাছের চার পাওয়ায় খুব খুশি।
আরও পড়ুন: এলআইসি-তে বিনিয়োগ করতে চান? রইল সেরা কিছু প্ল্যানের সুলুক-সন্ধান!একি সঙ্গে এদিন বাগদা চিংড়ির মীনও বিনামূল্যে দেওয়া হয়। এদিকে বাগদা চাষি স্বদেশ রঞ্জন গিরি বলেন, আমরা ভেনামী চিংড়ির চাষ করি, গত বছর বেশ লোকশান হয়েছে, এবার বাগদা মীন পেয়ে খুশি। নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, 'আমরা মাছ ও চিংড়ি এর চারা বিতরণ করে মাছ চাষিদের উৎসাহিত করছি, একদিকে যেমন হারিয়ে যাওয়া জিওল মাছের চাষ তেমন নোনাজলে বাগদা চাষে উৎসাহ দেওয়া হচ্ছে।' নন্দীগ্রাম-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমিতা সেনগুপ্ত মাছ ও চিংড়ি চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fish Farming, Nandigram