Birbhum News: সৌরভ গাঙ্গুলীর সঙ্গে খেলেছেন একই দলে, এখন তাঁর হাতেই বাংলা ক্রিকেটের ভবিষ্যৎ! চিনুন বীরভূমের এই ছেলেকে

Last Updated:
Birbhum News: ক্লাব টেন্টের রাত থেকে সিএবি’র স্কাউট, বীরভূমের ছেলের হাতে বাংলার ভবিষ্যৎ ক্রিকেট।
1/5
নিজের ক্রিকেট জীবনে ভুল, আক্ষেপ ও সংগ্রামের অভিজ্ঞতাকে পাথেয় করেই নতুন প্রজন্মের পাশে দাঁড়াতে চাইছেন বীরভূমের সন্তান আব্দুল মুনায়েম। প্রত্যন্ত জেলা থেকে কলকাতার ময়দানে জায়গা করে নিতে গিয়ে যে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে, তা যেন আর কোন প্রতিভাবান খেলোয়াড়কে পেরোতে না হয়, এই লক্ষ্যেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
নিজের ক্রিকেট জীবনে ভুল, আক্ষেপ ও সংগ্রামের অভিজ্ঞতাকে পাথেয় করেই নতুন প্রজন্মের পাশে দাঁড়াতে চাইছেন বীরভূমের সন্তান আব্দুল মুনায়েম। প্রত্যন্ত জেলা থেকে কলকাতার ময়দানে জায়গা করে নিতে গিয়ে যে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে, তা যেন আর কোন প্রতিভাবান খেলোয়াড়কে পেরোতে না হয়, এই লক্ষ্যেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) রাজ্যজুড়ে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৯ স্তরের ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণের জন্য বিশেষ কর্মসূচি শুরু করেছে। এই স্কাউটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার তিন সফল ক্রিকেটার শরদিন্দু মুখার্জি, আই বি রায় ও আব্দুল মুনায়েমকে। প্রত্যন্ত জেলার প্রতিভাদের মূলধারায় তুলে আনাই এই উদ্যোগের লক্ষ্য।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) রাজ্যজুড়ে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৯ স্তরের ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণের জন্য বিশেষ কর্মসূচি শুরু করেছে। এই স্কাউটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার তিন সফল ক্রিকেটার শরদিন্দু মুখার্জি, আই বি রায় ও আব্দুল মুনায়েমকে। প্রত্যন্ত জেলার প্রতিভাদের মূলধারায় তুলে আনাই এই উদ্যোগের লক্ষ্য।
advertisement
3/5
১৯৮৭ সালে বীরভূমের সিউড়ি শহর থেকে কলকাতায় পা রাখেন আব্দুল মুনায়েম। ১৭ বছর বয়সে বাংলা অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান তিনি এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে একই দলে খেলেন। পরবর্তীতে সিনিয়র বাংলা দলে সুযোগ পেলেও প্রথম একাদশে নিয়মিত জায়গা না পাওয়ার আক্ষেপ আজও রয়ে গেছে তাঁর মনে।
১৯৮৭ সালে বীরভূমের সিউড়ি শহর থেকে কলকাতায় পা রাখেন আব্দুল মুনায়েম। ১৭ বছর বয়সে বাংলা অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান তিনি এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে একই দলে খেলেন। পরবর্তীতে সিনিয়র বাংলা দলে সুযোগ পেলেও প্রথম একাদশে নিয়মিত জায়গা না পাওয়ার আক্ষেপ আজও রয়ে গেছে তাঁর মনে।
advertisement
4/5
হায়দরাবাদের হয়ে খেলার প্রস্তাব পেলেও বাংলা ছাড়েননি মুনায়েম। টেন্টে রাত কাটানো, বাড়ির অমতে ক্রিকেট খেলে যাওয়ার মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়েও তিনি মাঠ ছাড়েননি। ক্রিকেটের প্রতি অন্ধ ভালোবাসাই তাঁকে এতটা দূর এনে দিয়েছে বলে স্বীকার করেন তিনি।
হায়দরাবাদের হয়ে খেলার প্রস্তাব পেলেও বাংলা ছাড়েননি মুনায়েম। টেন্টে রাত কাটানো, বাড়ির অমতে ক্রিকেট খেলে যাওয়ার মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়েও তিনি মাঠ ছাড়েননি। ক্রিকেটের প্রতি অন্ধ ভালোবাসাই তাঁকে এতটা দূর এনে দিয়েছে বলে স্বীকার করেন তিনি।
advertisement
5/5
পাইকপাড়া, ভবানীপুর, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো নামী ক্লাবে খেলোয়াড় ও কোচ হিসেবে সাফল্য পেয়েছেন আব্দুল মুনায়েম। অভিষেক পোড়েলের মতো ক্রিকেটারকে অল্প বয়সে প্রথম একাদশে সুযোগ দিয়ে তাঁর প্রতিভা চেনার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতা ও হাত ধরেই বীরভূমসহ গ্রামবাংলার প্রতিভারা হারিয়ে যাওয়ার বদলে নতুন আশার আলো পাবে, এমনটাই প্রত্যাশা বাংলার ক্রিকেট মহলের। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
পাইকপাড়া, ভবানীপুর, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো নামী ক্লাবে খেলোয়াড় ও কোচ হিসেবে সাফল্য পেয়েছেন আব্দুল মুনায়েম। অভিষেক পোড়েলের মতো ক্রিকেটারকে অল্প বয়সে প্রথম একাদশে সুযোগ দিয়ে তাঁর প্রতিভা চেনার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতা ও হাত ধরেই বীরভূমসহ গ্রামবাংলার প্রতিভারা হারিয়ে যাওয়ার বদলে নতুন আশার আলো পাবে, এমনটাই প্রত্যাশা বাংলার ক্রিকেট মহলের। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement