LIC Plans: চলতি বছরে এলআইসি-তে বিনিয়োগ করতে চান? রইল সেরা কিছু প্ল্যানের সুলুক-সন্ধান!

Last Updated:

বিনিয়োগকারীরা নিজেদের সুবিধা মতো বিমা বেছে নিতে পারেন। দেখে নেওয়া যাক, চলতি বছরে এলআইসি-র সেরা কিছু পলিসির বিষয়ে।

কলকাতা: অধিকাংশ মানুষেরই পছন্দের বিমা সংস্থা হল এলআইসি। কিন্তু বর্তমানে মিউচুয়াল ফান্ডের দাপটে এর জনপ্রিয়তা ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই কারণে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের একাধিক বিমা সুবিধা প্রদান করছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। এখান থেকে বিনিয়োগকারীরা নিজেদের সুবিধা মতো বিমা বেছে নিতে পারেন। দেখে নেওয়া যাক, চলতি বছরে এলআইসি-র সেরা কিছু পলিসির বিষয়ে।
এলআইসি এসআইআইপি প্ল্যান:
প্ল্যানের ধরন: ইউনিট লিঙ্কড-ইনস্যুরেন্স প্ল্যান
এন্ট্রি-এজ: ৯০ দিন (পূর্ণ করতে হবে) - ৬৫ বছর
advertisement
ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ: ৮৫ বছর
পলিসি টার্ম: ১০ - ২৫ বছর
সাম অ্যাশিওর্ড: বার্ষিক প্রিমিয়ামের ৭ থেকে ১০ গুণ
advertisement
এলআইসি বিমা জ্যোতি প্ল্যান:
প্ল্যানের ধরন: এনডাওমেন্ট প্ল্যান
এন্ট্রি-এজ: ৯০ দিন (পূর্ণ করতে হবে) - ৬০ বছর
ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ: ৭৫ বছর
পলিসি টার্ম: ১৫ - ২০ বছর
সাম অ্যাশিওর্ড: ন্যূনতম - ১ লক্ষ টাকা, সর্বোচ্চ - কোনও উর্ধ্বসীমা নেই
advertisement
এলআইসি জীবন লাভ:
প্ল্যানের ধরন: ট্র্যাডিশনাল সেভিংস প্ল্যান
এন্ট্রি-এজ: ৮ বছর - ৫৯ বছর
ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ: ৭৫ বছর
পলিসি টার্ম: ১৬, ২১ অথবা ২৫ বছর
সাম অ্যাশিওর্ড: ন্যূনতম - ২ লক্ষ টাকা, সর্বোচ্চ - কোনও উর্ধ্বসীমা নেই
এলআইসি জীবন উমঙ্গ:
প্ল্যানের ধরন: হোল লাইভ ইনস্যুরেন্স
এন্ট্রি-এজ: ৯০ দিন (পূর্ণ করতে হবে) - ৫৫ বছর
advertisement
ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ: ১০০ বছর
পলিসি টার্ম: ১০০ বছর থেকে এন্ট্রি এজ বাদ দিতে হবে
সাম অ্যাশিওর্ড: ন্যূনতম - ২ লক্ষ টাকা, সর্বোচ্চ - কোনও উর্ধ্বসীমা নেই
এলআইসি বিমা রত্ন:
প্ল্যানের ধরন: মানি ব্যাক পলিসি
এন্ট্রি-এজ: ৯০ দিন (পূর্ণ করতে হবে) - ৫৫ বছর
ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ: ৭০ বছর
advertisement
পলিসি টার্ম: ১৫, ২০ অথবা ২৫ বছর
সাম অ্যাশিওর্ড: ন্যূনতম - ৫ লক্ষ টাকা, সর্বোচ্চ - কোনও উর্ধ্বসীমা নেই
এলআইসি নিউ জীবন আনন্দ:
প্ল্যানের ধরন: এনডাওমেন্ট প্ল্যান
এন্ট্রি-এজ: ১৮ বছর - ৫৫ বছর
ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ: ৭৫ বছর
পলিসি টার্ম: ১৫ - ৩৫ বছর
সাম অ্যাশিওর্ড: ন্যূনতম - ১ লক্ষ টাকা, সর্বোচ্চ - কোনও উর্ধ্বসীমা নেই
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC Plans: চলতি বছরে এলআইসি-তে বিনিয়োগ করতে চান? রইল সেরা কিছু প্ল্যানের সুলুক-সন্ধান!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement