মহিষাদল: হলদিয়া মেচেদা ১১৬ জাতীয় সড়কে মহিষাদলের কাপাশএড়্যায় একটি মোবাইল দোকানে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় একটি মোবাইল দোকানে আগুন লেগে দোকানের একাধিক দামি মোবাইল, মোবাইলের সরঞ্জাম, তিনটি কম্পিউটার-সহ অন্যান্য বহু জিনিস ভস্মীভূত হয়।
প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে দোকানের মালিক মহাদেব মাইতি বাড়ি চলে যান। সকালে খবর পান দোকানে আগুন লেগেছে। যখন আসেন ততক্ষণে সব শেষ৷ স্থানীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকান।
আরও পড়ুন: রাতে দাউ দাউ আগুন শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশে, ষড়যন্ত্রের অভিযোগ ঘরহারাদের!
স্থানীয় ব্যবসায়ী জানান, "আমার চায়ের দোকান। সকাল সকাল দোকানে এসে দেখি পাশের দোকান থেকে ধোঁয়া বেরাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কেউ উনুন ধরিয়েছে। পরে জানা যায় মোবাইল দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আশেপাশের দোকানদারদের ডেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ করি। তা না হলে বহু দোকান পুড়ে ছাই হয়ে যেত। প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই আগুন।" মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
Saikat Sheeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahishadal