East Medinipur News: মাঠ ভর্তি পাকা ধানে হাঁটু সমান জল জমায় সমস্যায় ধান চাষীরা

Last Updated:

মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর অঞ্চলের দশাং গ্রামের ধান চাষের বেহাল অবস্থা। সমস্যায় এলাকার ধানচাষীরা।

+
title=

#পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর অঞ্চলের দশাং গ্রামের ধান চাষের বেহাল অবস্থা। সমস্যায় এলাকার ধানচাষীরা। নভেম্বর মাসের শেষ সপ্তাহ মানে ই আমন ধান ঘরে তোলার পালা। কিন্তু পাকা ধান কার্যত হাঁটু সমান জলের তলায়। ফলে ধান ফলিয়েও ফসল ঘরে তুলতে পারছেন না পাঁশকুড়া হাওর অঞ্চলের দশাংগ্রামের ধান চাষীরা। এলাকার ধান চাষীরা জানিয়েছেন মূলত ক্যানেল মজে যাওয়ার কারণে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে পাকা ধান হাঁটু সমান জলের তলায়।
দীর্ঘদিন ধরে চাষের জমিতে হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকার কারনে ধান চাষ করতে পারেনি ওই এলাকার বহু চাষী। কেউ কেউ আবার আশায় বুক বেঁধে আমন ধান চাষ করেছিলেন। শীতের মরশুমে চাষের ধান মাঠ থেকে তুলে উঠোনে আনতে পারবে, কিন্তু দশাং গ্রামে একপ্রকার পাকা ধানে মই পড়ল চাষীদের। বর্ষা পেরিয়ে পাঁচ ছয় মাস কেটে গেলেও বর্ষার জল এখনো হাঁটু সমান দাঁড়িয়ে রয়েছে চাষের জমিতে। আর তাতেই মাথায় হাত পড়েছে এলাকার চাষীদের। হাঁটু সমান জলের তলায় ভেসে গিয়েছে পাকা ধান, চাষ করেও ঘরে তোলার মত সুযোগ পাচ্ছে না চাষীরা। বিঘার পর বিঘার চাষের জমি আজও হাঁটু সমান জলের তলায়।
advertisement
advertisement
জল নিকাশি খাল থাকলেও তাতে নানান আবর্জনা ফেলার কারনে চাষের জমির জল পাশ হয় না। জল নিকাশি খালে পাশের গ্রাম আঠাং এর মুরগি দোকানিরা আবর্জনা এসে ফেলে যায়। আর তার পাশাপাশি জঞ্জাল আবর্জনা ভর্তি থাকার কারণে জল নিকাশি খাল অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে চাষের জমির জল ঠিকমতো পাস না হওয়ায় জল দাঁড়িয়ে থাকে বছরের পর বছর। এমনই সমস্যার মুখে পড়তে হচ্ছে ওই গ্রামের ধান চাষীদের। ওই এলাকার ধানচাষীদের দাবি শীঘ্রই এই ক্যানেল সংস্কার করা হোক।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: মাঠ ভর্তি পাকা ধানে হাঁটু সমান জল জমায় সমস্যায় ধান চাষীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement