East Midnapore News: ম্যাটাডোরের ধাক্কায় মৃত দুই বন্ধু পটাশপুরে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by: PANKAJ DASHRATHI
Last Updated:
East Midnapore News: ঘাতক ম্যাটাডোরটি কে আটক করে পটাশপুর থানার পুলিশ
পটাশপুর: ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহী ও বাইকের পেছনে বসা এক ব্যক্তি।ঘটনা টি ঘটে সোমবার সাড়ে বারোটার নাগাদ এগরা বাজকুল রাজ্য সড়কের সিংদা ব্রীজের কাছে।জানা যায়,সোমবার একটি মেটাডোর টি পটাশপুরের দিক থেকে বাজকুলের দিকে যাওয়ার সময় অপর দিকথেকে আসা বাইকে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় বাইক আরোহীর ও গুরুত্ব আহত হয় বাইকের পেছনে বসা এক ব্যক্তি।তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃতবলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তির নাম অপূর্ব দাস বয়স (৩৭) বাড়ি পটাশপুর থানার বিশ্বনাথ পুর, অপর ব্যক্তির নাম অজিত দাশ বাড়ি মধুপুর বয়স (৪৭)।ঘটনার স্থলে পটাশপুর থানার পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ গুরুত্ব আহত ব্যক্তি কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেই খানে চিকিৎসা অবস্থায় মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: Malda News: বট পাকুড়ের বিবাহবার্ষিকী, রাতভোর পালিত হল বিভিন্ন অনুষ্ঠান, চলল পেট পুরে খাওয়া দাওয়া
ঘাতক ম্যাটাডোরটি কে আটক করে পটাশপুর থানার পুলিশ।জানান যায় দুই বন্ধু মটর সাইকেল করে পটাশপুর ১ব্লক অফিসে বিশেষ কাজে এসেছিল বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু।এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
advertisement
পঙ্কজ দাশ রথী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 11:07 PM IST