West Bardhaman News: জামিন বহাল! আসানসোলে আদালতে হাজিরা দিলেন আব্দুল লতিফ

Last Updated:

West Bardhaman News: গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফ এদিন সকাল সকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানির জন্য হাজির হয়েছিলেন

+
আসানসোল

আসানসোল আদালতে ঢুকছেন আব্দুল লতিফ।

আসানসোল: ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন আব্দুল লতিফ। গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফ এদিন সকাল সকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানির জন্য হাজির হয়েছিলেন। যদিও এদিনের শুনানির পর আব্দুল লতিফের জামিনের নির্দেশ বহাল রয়েছে।
তবে শর্তাধীন জামিনে কিছুটা বদল হয়েছে। যা নিদেন পক্ষে স্বস্তির হয়েছে লতিফের কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর কেন্দ্র করে নতুন শর্তে জামিন দেওয়া হয়েছে আব্দুল লতিফকে।
advertisement
উল্লেখ্য, আগের শুনানির দিন সকাল সকাল আসানসোল এর বিশেষ সিবিআই আদালতে হাজির হয়েছিলেন আব্দুল লতিফ। কিন্তু আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর জন্য, সেখানে শোক দিবস পালন করা হয়েছে। ফলে কোনও বিচার পর্ব হয়নি। তাই খালি হাতে ফিরে যেতে হয়েছিল লতিফকে।
advertisement
তারপরে এদিন সোমবার আব্দুল লতিফ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল সেই মত আদালতে হাজির হয়েছিলেন লতিফ। তবে আব্দুল লতিফকে যে জামিন বিশেষ সিবিআই আদালত দিয়েছিল, সেই নির্দেশ এদিনও বহাল রাখা হয়েছে।
এই বিষয়ে আব্দুল লতিফের আইনজীবী শেখর কুন্ডু জানিয়েছেন, আগের শুনানির সময় লতিফকে তিনদিন পর পর সিবিআই এর কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, লতিফের উপর কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তেমনভাবেই লতিফকে তদন্তের জন্য সিবিআই এর সঙ্গে সহযোগিতা করতে হবে। তবে
advertisement
এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালত আব্দুল লতিফকে চারদিন অন্তর সিবিআই এর কাছে হাজিরার নির্দেশ দিয়েছে।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: জামিন বহাল! আসানসোলে আদালতে হাজিরা দিলেন আব্দুল লতিফ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement