East Medinipur News: লক্ষ লক্ষ টাকার গোলাপ নষ্ট হচ্ছে! ভাইরাসের আক্রমণে চরম সমস্যায় চাষীরা

Last Updated:

বছর তিনেক ধরে পাঁশকুড়া ব্লক এলাকার গোলাপ চাষিরা চরম সঙ্কটের মধ্যে পড়েছেন৷ যখন গোলাপের মরশুম ঠিক সেই সময় লক্ষ লক্ষ টাকার গোলাপ প্রতিনিয়ত নষ্টের মুখে।

+
লক্ষ

লক্ষ লক্ষ টাকার গোলাপ নষ্ট হচ্ছে! ভাইরাসের আক্রমণে চরম সমস্যায় চাষীরা

পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলা ফুল উৎপাদনের জন্য বিখ্যাত তবে গোলাপ ফুল পূর্ব মেদিনীপুরের  বানিজ্যিক ভাবে চাষ হয়ে থাকে। জেলার পাঁশকুড়া কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকে গোলাপের চাষ ব্যাপক হারে হয়ে থাকে। তবে  বছর তিনেক ধরে পাঁশকুড়া ব্লক এলাকার গোলাপ চাষিরা চরম সঙ্কটের মধ্যে পড়েছেন। মূলত ছত্রাক ঘটিত সমস্যার কারনে বিঘের পর বিঘে গোলাপের জমি ফুল আসার মুহূর্তেই শুকিয়ে নষ্টের পাশাপাশি গোলাপ গাছের ডালটিও শুকিয়ে ঢলে পড়ছে। বর্তমান সময়ে যখন গোলাপের মরশুম ঠিক সেই সময় লক্ষ লক্ষ টাকার গোলাপ প্রতিনিয়ত নষ্টের মুখে।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কোলাঘাটে গোলাপ ফুল শুধু রাজ্যের বিভিন্ন বাজারে নয় দেশের বিভিন্ন বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয়। গোলাপ ফুল চাষ অত্যন্ত লাভজনক। গোলাপ চাষের সঙ্গে জড়িত বহু চাষিরা। এইসব চাষিরা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন ছত্রাকের আক্রমণের ফলে৷  চাষিদের কথায়, তারা বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ঔষধ দিলেও কোন কাজ হয়নি। মূলত সঠিক কি রোগ সমস্যা তা ধরতে পারছেন না কৃষকেরা। যার ফলে কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এমনটাই দাবি গোলাপ চাষীদের।
advertisement
advertisement
তবে কৃষি দফতরের বক্তব্য ছত্রাক ঘটিত সমস্যার কারণেই ঘটছে এই সমস্যা। পাঁশকুড়া ব্লকের কেশাপাট মাইসোরা, মহৎপুর, পূর্ব গুড়তলা-সহ একাধিক এলাকায় গোলাপের জমি বিগত দু'বছর আগেও এই সমস্যার মধ্যে পড়ে ছিল। এ বছরও একই ভাবে এই ছত্রাকঘটিত সমস্যায় পড়েছেন কয়েকশো গোলাপ চাষি। যার ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে এই মুহুর্তে। এক চাষী জানান, যেখানে ১৫ কাঠা জমিতে গোলাপ চাষ করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে ভাইরাসের আক্রমণে শুকিয়ে যাচ্ছে গোলাপ ফুল ও গাছ।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: লক্ষ লক্ষ টাকার গোলাপ নষ্ট হচ্ছে! ভাইরাসের আক্রমণে চরম সমস্যায় চাষীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement