East Medinipur News: বৃন্দাবনচকে বামের সমর্থন নিয়ে পঞ্চায়েত বোর্ডে ক্ষমতায় তৃণমূল

Last Updated:

বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল ও ১২ টি পেয়েছিল বিজেপি এবং ১ টি পেয়েছিল সিপিআই। সিপিআই প্রার্থী অনুপ মাইতি তৃণমূল বা বিজেপি যেই দলকে সমর্থন করবে সেই দলই পঞ্চায়েত ভোটের ক্ষমতায় থাকবে

বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েত
বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েত
কোলাঘাট: পঞ্চায়েত নির্বাচনের পর কে পঞ্চায়েত বোর্ড গঠন করবে? তা নিয়ে চরম উন্মাদনা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণ দেখা গিয়েছে দলগুলির মধ্যে। দলের নির্দেশ যাই থাকুক না কেন, নিচু তলায় সেই নির্দেশ কার্যত কাজ করছে না। বামেরা পঞ্চায়েত বোর্ডে কাউকে সমর্থন করবে না, ঘোষণার পরও পঞ্চায়েত বোর্ড গঠনের সময় কার্যত দেখা গেল উল্টো চিত্র। বামের সমর্থন নিয়ে পঞ্চায়েত বোর্ডে ক্ষমতায় এল তৃণমূল। এক কথায় বাম ভাগ্যেই সুতো ছিঁড়ল তৃণমূলের!
কে দখল করবে কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত? তা নিয়ে স্থানীয় মানুষজনদের মধ্যে উৎকন্ঠা ছিল চরম পর্যায়ে। কারণ বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল ও ১২ টি পেয়েছিল বিজেপি এবং ১ টি পেয়েছিল সিপিআই। সিপিআই প্রার্থী অনুপ মাইতি তৃণমূল বা বিজেপি যেই দলকে সমর্থন করবে সেই দলই পঞ্চায়েত ভোটের ক্ষমতায় থাকবে। আর পঞ্চায়েত ভোট গঠনের আগে এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বিজেপি ও তৃণমূল দুই দলই সিপিআই প্রার্থীর কাছে বারবারই ছুটেছে নিজেদের পক্ষে সমর্থন পাওয়ার জন্য।
advertisement
তবে প্রথম দিন থেকে নিরপেক্ষ থাকার কথা বললেও পঞ্চায়েত গঠনের দিনই শেষ হাসি হাসল শাসক দল তৃণমূল কংগ্রেসই। কারণ সিপিআই প্রার্থী অনুপ মাইতি সমর্থন করলেন তৃণমূলকেই। যার ফলে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত দখলে এল তৃণমূলের। অনুপ মাইতিকে উপপ্রধান পদ দেওয়া হয় এবং প্রধান পদ দেওয়া হয় সুস্মিতা দাসকে। তবে সিপিআই – তৃণমূলের এই সমর্থন নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। বিজেপির দাবি, শাসক দল তৃণমূল ঘোড়া কেনাবেচা করেছে। বহু টাকার মূল্যে বিক্রি হয়েছে সিপিআই প্রার্থী। তবে সিপিআই প্রার্থী তৃণমূলকে সমর্থন করার পরেই পরমানন্দপুর গ্রামে ক্ষুব্ধ কিছু গ্রামবাসীরা অনুপ মাইতির কুশপুত্তলিকা দাহ করে।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বৃন্দাবনচকে বামের সমর্থন নিয়ে পঞ্চায়েত বোর্ডে ক্ষমতায় তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement