East Midnapore News: বজ্রপাতে মৃৃত কলেজ ছাত্র! বাজকুলের ঘটনায় চাঞ্চল্য
Last Updated:
হোস্টেল থেকে পুকুরে স্নান করতে গিয়ে বর্জ্রাঘাতে মৃত্যু হল বাজকুল মিলনী মহাবিদ্যালয় দ্বিতীয় বর্ষের এক ছাত্রের।
বাজকুল: হোস্টেল থেকে পুকুরে স্নান করতে গিয়ে বর্জ্রাঘাতে মৃত্যু হল বাজকুল মিলনী মহাবিদ্যালয় দ্বিতীয় বর্ষের এক ছাত্রের। শনিবার সকালে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটাশপুরের পাঁচুড়িয়া গ্রামের কলেজ ছাত্র অর্পণ মাইতি(২০) বাজকুল মিলনী মহাবিদ্যালয় কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ। শনিবার কলেজ যাওয়ার জন্য মেস বাড়ির সামনে পুকুরে সহপাঠীদের সঙ্গে স্নান করতে যায় ওই যুবক। আচমকাই পুকুর পাড়ে একটি নারকেল গাছে বাজ পড়ে। সেই বাজের শব্দে অসুস্থ হয়ে পড়ে ওই কলেজ ছাত্র। তড়িঘড়ি তাকে কাজলাগড় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
advertisement
advertisement
কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতদেহ উদ্ধার করেছে ভগবানপুর থানার পুলিশ।
পঙ্কজ দাশ রথী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 7:43 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Midnapore News: বজ্রপাতে মৃৃত কলেজ ছাত্র! বাজকুলের ঘটনায় চাঞ্চল্য

