Durgapur News : 'মাথায় চোট, কোথায় আছি জানি না' পড়তে বেরিয়ে নিখোঁজ যুবক

Last Updated:

পেরিয়ে গিয়েছে দুদিন। কিন্তু এখনও তার হদিশ পাওয়া যায়নি। তার বাবা রামানুজ সাউ জানিয়েছেন, মাঝেমধ্যে ছেলের ফোন অন হলেও, পরক্ষণেই সুইচ অফ হয়ে যাচ্ছে।

+
কান্নায়

কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ যুবকের মা।

অন্ডাল, পশ্চিম বর্ধমান : প্রত্যেকদিনের মতই টিউশন পড়তে বেরিয়েছিলেন বছর একুশের যুবক। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়ি ফিরে আসেন নি তিনি। বদলে বাড়িতে এসেছে একটি হোয়াটস অ্যাপ বার্তা। যেখানে লেখা, "আমার মাথায় চোট। কোথায় আছি জানি না। আর এই একটি মেসেজেই পরিবারের সকলের ঘুম উড়েছে।"  গত ২৭ এপ্রিল পড়তে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেন নি রবি কান্ত সাউ। ঘটনার দুদিন কেটে গেলেও, এখনও পর্যন্ত তার হদিস পাওয়া যায় নি।
জানা গিয়েছে, রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকা থেকে প্রতিদিনের মতো পড়তে বেরিয়েছিলেন বছর একুশের যুবক রবি কান্ত। প্রত্যেক দিন তিনি দুপুরের পরে বাড়ি ফিরে আসতেন।
advertisement
কিন্তু গত ২৭ তারিখ পড়তে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেননি তিনি। দুপুর গড়িয়ে বিকেল হলে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোনও হদিস পাওয়া যায়নি। তার মধ্যে পরিবারের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা আসে। মাথায় চোট লেগেছে, কোথায় আছ জানিনা। তারপর পেরিয়ে গিয়েছে দুদিন। কিন্তু এখনও তার হদিশ পাওয়া যায়নি। তার বাবা রামানুজ সাউ জানিয়েছেন, মাঝেমধ্যে ছেলের ফোন অন হলেও, পরক্ষণেই সুইচ অফ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে তারা ব্যাপক চিন্তায়।
advertisement
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। ইতিমধ্যেই অন্ডাল থানার কাছে একটি নিখোঁজ ডায়রি দায়ের করা হয়েছে। পুলিশও খোঁজ খবর শুরু করেছে। কিন্তু পড়তে বেরিয়ে নিখোঁজ হওয়া যুবকের খোঁজ পাওয়া যায় নি এখনও।
advertisement
স্থানীয়রা বলছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে অনুমান করা হচ্ছে কোনও খারাপ অভিসন্ধি নিয়ে ওই পড়ুয়াকে অপহরণ করা হয়েছে। বা তার সঙ্গে কোনও খারাপ ঘটনা হয়েছে। স্থানীয়রা সকলেই চাইছেন, দ্রুত রবি কান্তকে উদ্ধার করা হোক। পুলিশ এই বিষয়ে আরও গুরুত্ব সহকারে নজর দিক।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : 'মাথায় চোট, কোথায় আছি জানি না' পড়তে বেরিয়ে নিখোঁজ যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement