Howrah News: এই গরমে পথ চলতি মানুষকে স্বস্তি দিতে জল, বাতাসা সঙ্গে গ্লুকোজ! কুর্ণিশ এই রিক্সাচালককে
- Published by:Anulekha Kar
Last Updated:
গ্রীষ্মের প্রখর দাবদাহে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনই বাগনানের বুকে পথ চলতি মানুষকে স্বস্তি দিতে জল বাতাসা, ঠান্ডা জল গ্লুকোজ ও বাতাসা বিতরণ করছে পেশায় এক রিকশা চালক
হাওড়া: গ্রীষ্মের প্রখর দাবদাহে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত। ঠিক তখনই বাগনানের বুকে পথ চলতি মানুষকে স্বস্তি দিতে জল বাতাসা। ঠান্ডা জল গ্লুকোজ ও বাতাসা বিতরণ করছে পেশায় এক রিকশা চালক। জানা যায়, কার্তিক হাইত পেশায় একজন রিকশা চালক। সকাল বিকেল কয়েক ঘন্টা করে রিকশা চালান।
রিকশার প্যাডেলে ভর দিয়ে যা উপার্জন হয়। তা দিয়েই সে বাগনানের বেড়াবেড়িয়ার বুকে পথচলতি মানুষের মধ্যে বিতরণ করেন পরিশুদ্ধ পানীয় জল। একাজ তিনি দীর্ঘ প্রায় তিন বছর ধরে করে চলেছে। পথিকদের জল দান করেই শিরোনামে রিকশা চালক। চলছে তীব্র গরমের দাবদাহ। এই দাবদাহে স্বস্তিমিলছে ঠান্ডা পানীয়তে।
advertisement
advertisement
কালবৈশাখীর দাপটে সাময়িক স্বস্থি মিললেও। আবারও ঘুরে ফিরে গরমের দাপট বাড়ছে। তবে এই গরমে পথিকদের তৃষ্ণা মেটাতে। অভিনব ভাবনা কার্তিক বাবুর। পথ চলতি তৃষ্ণার্ত পথিকের তেষ্টা মিটাচ্ছেন তিনি। এই গরমের সময়ের মতই দুর্গা পুজোর সময় কয়েকটা দিন তৃষ্ণার্ত মানুষদের জল দান করেন।বাগনান বেড়াবেড়িয়া শিবতলায় গেলে দেখা মিলবে।
advertisement
একটি ছাতার তলায় মাটির মটকা। জল ঠান্ডা রাখতে মাটির পাত্রে গায়ে ভেজা লাল রঙের কাপড় জড়ানো। পাত্রটিতে লাগানো রয়েছে কল। তারই পাশে রাখা গ্লাস, সঙ্গে রয়েছে বাতাসা এবং গ্লুকোজ। তেষ্টা মেটানোর পাশাপাশি এই ছাতার নিচে দাঁড়িয়ে একটু স্বস্তি পেতে। রয়েছে একখানা হাত পাখার ব্যবস্থা। এ এক অনন্য উদ্যোগ, একজন রিকশা চালকের। এমন কর্মকাণ্ড দেখে সকলেই প্রশংসা করছেন রিকশা চালক কার্তিক বাবুর।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 6:26 PM IST