East Medinipur News: সেতুর ওপর বসছে বাজার! কী কাণ্ড তমলুকে!

Last Updated:

তমলুক শহরের মূল রাস্তায় সাবিত্রী সেতুর ওপর বসছে বাজার। তীব্র যানজটের সমস্যা। সরিয়ে ফেলতে উদ্যোগী তাম্রলিপ্ত পৌরসভা 

+
তাম্রলিপ্ত

তাম্রলিপ্ত পৌরসভা

#তমলুক: যানজটের সমস্যায় ভুক্তভোগী তমলুক শহরের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। প্রাচীন তাম্রলিপ্ত নগরী অধুনা তমলুক নামে পরিচিতি লাভ করেছে। তমলুক পৌরসভার বয়স পেরিয়ে গেছে দেড়শ বছর। প্রাচীন শহর হওয়ায় রাস্তাঘাটের পরিসর অনেকটাই কম। তমলুক শহরের ওপর দিয়ে গেছে হলদিয়া-পাঁশকুড়া রাজ্য সড়ক। একসময় তমলুক শহরের মধ্য দিয়েই বাস চলাচল করত। এই হলদিয়া মেচেদা রাজ্য সড়কেই রয়েছে শংকরআড়া খালের ওপর সাবিত্রী সেতু।
বিয়াল্লিশের 'ভারতছাড়ো আন্দোলনের' বীরাঙ্গণা সাবিত্রী দেবীর নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়েছে। কিন্তু প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সেতুর ওপর বসছে সবজি, ফুল ও মাছের বাজার। ফলে যানজট লেগেই আছে এই সেতুতে। এই সেতু পেরিয়ে মূল শহরে প্রবেশ করতে হয়। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী শক্তিপীঠ বর্গভীমা মন্দির সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, পৌরসভায় যাওয়ার জন্য এই রাস্তাই একমাত্র ভরসা। ফলে যানজটের কারণে সমস্যায় পড়ে সাধারণ মানুষ থেকে শহরবাসী।
advertisement
আরও পড়ুন- মুক্তিপণ না পেয়ে ঝাড়গ্রামের ব্যবসায়ী পুত্রকে অপহরণ ও খুন! দীর্ঘ আট বছর পর সাজা ঘোষণা
তমলুক শহরের বাসিন্দারা চাইছেন সাবিত্রী সেতুর ওপর থেকে এই বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাক পৌরসভা। তমলুক শহরের এক বাসিন্দা দেবব্রত দত্ত জানিয়েছেন, "এই সেতুতে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই লেগে আছে। সেতুর দুপাশে বাজার বসার ফলে তীব্র যানজটের সমস্যা হয়।"
advertisement
advertisement
আরও পড়ুন- দূর থেকে দেখলে মনে হবে এক কর্পোরেট অফিস, কিন্তু জেলা গ্রন্থাগারে নেই পর্যাপ্ত কর্মী!
সেতুর ওপর বাজার বসা নিয়ে তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, "পৌরসভার বিভিন্ন রাস্তায় যানজট মুক্ত করার প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। সাবিত্রী সেতুর দুই পাশের বাজার মাইকিং করে বন্ধ করে দেওয়া হবে।"
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সেতুর ওপর বসছে বাজার! কী কাণ্ড তমলুকে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement