East Medinipur News: মুক্তিপণ না পেয়ে ঝাড়গ্রামের ব্যবসায়ী পুত্রকে অপহরণ ও খুন! দীর্ঘ আট বছর পর সাজা ঘোষণা

Last Updated:

২০১৪ সালে ব্যবসায়ী পুত্রকে অপহরণ করে খুনের মামলায় দোষীদের সাজা ঘোষণা করা হল এদিন

+
পূর্ব

পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালত। 

#তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা আদালতে, ২০১৪ সালের অপহরণ করে খুনের একটি মামলায় দোষীদের সাজা ঘোষণা করা হল ১৩ মে শুক্রবার। মুক্তিপণ না পাওয়ায় ঝাড়গ্রামের ব্যবসায়ী পুত্রকে অপহরণ করে খুন, ২০১৪ সালের সেই ঘটনায় সাজা ঘোষণা হল এদিন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয়) লোকেশ কুমার পাঠক ওই খুনের মামলায় অভিযুক্ত অশোক শর্মা, সুমিত শর্মা, টোটন রানা ও দীনেশ শর্মাকে দোষী সাব্যস্ত করেন। এদের মধ্যে অশোক, সুমিত ও টোটনকে ভারতীয় দন্ডবিধির ৩৬৬ - এ (অপহরণ), ৩০২ (খুন), ২০১ (প্রমাণ লোপাট) ও ১২০ বি (ষড়যন্ত্র) ধারায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে এবং দীনেশ শর্মাকে ২০১ (প্রমাণ লোপাট) ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ এপ্রিল ঝাড়গ্রাম থানা এলাকার ব্যবসায়ী পবনকুমার আগরওয়ালের একমাত্র পুত্র সৌরভ আগরওয়াল ওরফে রকিকে অপহরণ করে ৩ কোটি টাকা মুক্তিপণ চেয়েছিল আসামিরা। দাবি মতো ৩ কোটি টাকা মুক্তিপণ না পেয়ে রকিকে নৃশংশভাবে খুন করে আসামীরা। ওড়িশার রম্ভা থানা এলাকায় দেহ পায় পুলিশ। অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয় ঝাড়্গ্রাম জেলা আদালতে। ওই খুনের ঘটনা নিয়ে মামলা সুপ্রীম কোর্টের নির্দেশে ঝাড়গ্রাম আদালত থেকে ২০১৬ সালে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে স্থানান্তর হয়। ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিচারক, আসামী অশোক, সুমিত ও টোটনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করার কথা ঘোষণা করেন। বাকি এক আসামী দীনেশ শর্মাকে জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার কথা ঘোষণা করেন এদিন।এই মামলায় অভিযুক্ত হিসেবে থাকা অশোক শর্মার স্ত্রী পুনম শর্মাকে, ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয়।
advertisement
Saikat Shee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: মুক্তিপণ না পেয়ে ঝাড়গ্রামের ব্যবসায়ী পুত্রকে অপহরণ ও খুন! দীর্ঘ আট বছর পর সাজা ঘোষণা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement